গত ২৩শে অগাস্ট কাঞ্চনপুরে ত্রিপুরা পিপলস ফ্রন্টের একটি অনুষ্ঠানে চন্দন চ্যাটার্জী যে যে বিষয় নিয়ে আলোচনা করেছিলেন এবং অনুপ নাথ ত্রিপুরার মহারাজা প্রদ্যুৎ বিক্রম কিশোর দেববর্মার বিরুদ্ধে যে আক্রমণাত্মক বক্তব্য রেখেছিলেন তার প্রতিবাদ জানিয়ে বুধবার ত্রিপুরা পিপলস ফ্রন্ট রাজভবন অভিযান করল । সেখানে গিয়ে দলের একটি প্রতিনিধি দল রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করেন এবং অনুপ নাথের বক্তব্যের বিরুদ্ধে একটি ডেপুটেশন দেন ও অনুপ নাথ মহারাজকে নিয়ে যে আক্রমণাত্মক কথা বলেছিলেন তা নিয়ে একটি মেমোরেন্ডাম দেন রাজ্যপালের নিকট । তাদের দাবি রাজ্যের প্রশাসন যেন অতি শীঘ্রই অনুপ নাথকে গ্রেপ্তার করে এবং মহারাজকে ভারতীয় সংবিধান মেনে যেন জেট প্লাস সিকিউরিটি প্রদান করা হয় তার দাবি জানান বলে জানান পার্টির এক নেতা।
janatar kalam Blog রাজ্য চন্দন চ্যাটার্জী ও অনুপ নাথের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এবং মহারাজের নিরাপত্তার দাবিতে রাজভবন অভিযান করল ত্রিপুরা পিপলস ফ্রন্ট
Leave feedback about this