জনতার কলম,এিপুরা,উদয়পুর প্রতিনিধি :- দেশের কৃষকসমাজ বিপর্যস্ত। দেশের কৃষকসহ শ্রমজীবি মানুষের ছয় দফা দাবিতে দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও কৃষিমন্ত্রীর নিকট ই-মেল প্রেরন করলো সারা ভারত কৃষক সভা। সোমবার সংগঠনের গোমতী জেলা কমিটি, উদয়পুর মহকুমা কমিটি ও উদয়পুর মহকুমার ১৪টি অঞ্চল কমিটি একযোগে ছয় দফা দাবি’র সমর্থনে ই-মেল প্রেরন কর্মসূচী অনুষ্ঠিত করে উদয়পুর থেকে। কৃষক নেতৃত্বের ছোট জমায়েতের মধ্যদিয়ে এদিন অনুষ্ঠান শেষে দাবির প্রেক্ষাপট নিয়ে সাংবাদিক সম্মেলন করেন কৃষক নেতৃত্ব। দেশের ২৩ কোটি পরিবার যারা আয়কর দেন না তাদের মাসিক ৭৫০০ টাকা দেওয়া এবং মাথা পিছু বিনামূল্যে ১০কেজি খাদ্য সামগ্রী প্রদান, রেগা প্রকল্পে দৈনিক ৬০০টাকা মুজুরিতে ২০০ দিনের কাজ নিশ্চিত করা এবং কৃষিক্ষেত্রে উৎপাদন খরচ কমাতে কৃষিকাজে রেগাকে অন্তর্ভুক্ত করা, কৃষিজ পন্যের সহায়ক মূল্য, নিত্য প্রয়োজনীয় জিনিস-শ্রম আইন-বিদ্যুৎ আইন পরিবর্তন সম্পর্কিত অর্ডিন্যান্স বাতিল করা ইত্যাদি ছিলো ছয় দফা দাবি সনদে। এদিন ই-মেল প্রেরন কর্মসূচীতে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার জেলা সম্পাদক নিতাই বিশ্বাস, মহকুমা সম্পাদক নিখিল দাস, সভাপতি ব্রজলাল দাস প্রমুখরা।সাংবাদিক সম্মেলনে কৃষক নেতৃত্বরা জানান, গোটা গোমতী জেলার প্রত্যেকটি কৃষক ইউনিট থেকে এই ছয় দফা দাবিতে ই-মেল প্রেরন করা হবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নিকট। এমনিতে গোটা দেশে বিগত বেশ কয়েক বছর যাবৎ কৃষক, কৃষিশ্রমিকের অবস্থা দুর্বিসহ। আর লকডাউনের ফলে কৃষকরা একেবারে বিপর্যস্ত। দেশ-রাজ্যের সরকারগুলি এ সময়ে কৃষকদের পাশে না দাঁড়ালে কৃষক মৃত্যুর মিছিল দেখা দেবে। এবিষয়ে রাষ্ট্রপতিকে অবগত করে ব্যবস্থা গ্রহণের দাবিতেই গোটা দেশে সারা ভারত কৃষক সভা এই কর্মসূচী নিয়েছে। তাছাড়া এ দাবিতে জেলা, মহকুমার প্রতিটি স্থানে ব্যাপক পোস্টারিং কর্মসূচীও নেওয়া হয়েছে বলে জানান নেতৃত্বরা।
Leave feedback about this