সংবাদ প্রতিনিধি ত্রিপুরা বক্সনগর: গোটা বিশ্বে করোনা আক্রান্ত যখন জর্জরিত তখন ত্রিপুরা রাজ্য ও বাদ পড়েনি, বিশেষ করে বহি রাজ্য থেকে আসা লোকদের মধ্যে করুণা পজেটিভ লক্ষ্য করা যায়, বহি রাজ্য থেকে আসা লোকদের চিকিৎসা পরিষেবা করতে গিয়ে রাজ্যের বহু স্বাস্থ্য কর্মী ও আক্রান্ত হয়েছেন এরমধ্যে সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের একজন স্বাস্থ্য কর্মী কর্মী রয়েছেন, ঘটনার বিবরণে জানা যায় গত কয়েক মাস যাবত ত্রিপুরা রাজ্যর স্বাস্থ্য দপ্তরের কর্মীরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে করোনা ভাইরাসের সাথে ফাইট করে সাধারণ মানুষের সেবা করে যাচ্ছেন, এই ফাইট করতে গিয়ে দেখা গেছে স্বাস্থ্যকর্মীরা বিভিন্নভাবে করুণায় আক্রান্ত হয়েছেন, রবিবার রাত্রে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ঘোষণা করেন যে গতকাল ১১৭৫ জন করুণা পরীক্ষা করে ৩৫ জনের করুণা পজিটিভ পাওয়া যায় এরই মধ্যে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের ও একজন কর্মীর করুনা পজিটিভ বলে জানায় বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ ডক্টর দিপ্ত নিল নাথ, স্বাস্থ্য কর্মীর বাড়ি কমলাসাগর এলাকায় খবর পেয়ে স্বাস্থ্যকর্মীর আধিকারিকরা প্রথমে তাকে মধুপুর হাসপাতালে নিয়ে যায় পরে লালসিংমুড়া কোভিড সেন্টারে নিয়ে যাওয়া হয়., এই স্বাস্থ্যকর্মীর বর্তমানে চিকিৎসা চলছে, এই খবর বক্সনগর এর চাউর হতেই গোটা এলাকায় আতঙ্ক বিরাজ করছে, এদিকে সংবাদকর্মীরা বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে দেখতে পায় সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের সমস্ত কর্মীদের লালা পরীক্ষা করার জন্য নিয়ে যাওয়া হয় আগরতলায়, সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের ডঃ শুভ্রনীল জানান আতঙ্কের কিছু নয় সরকারি নির্দেশ মেনে সর্তকতা অবলম্বন করতে হবে, এদিকে এলাকার সাধারণ রোগীদের চিকিৎসা পরিষেবা বর্তমানে আপাতত বন্ধ বলে ঘোষণা করেন চিকিৎসকরা.
রাজ্য
সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মীর করোনা আক্রান্তের জেরে আতঙ্ক এলাকায়, বন্ধ সামান্য রোগীর পরিষেবা
- by janatar kalam
- 2020-06-22
- 0 Comments
- Less than a minute
- 4 years ago
Leave feedback about this