সংবাদ প্রতিনিধি ত্রিপুরা আগরতলা:- আজ মহাজাগতিক পূর্ণগ্রাস সূর্যগ্রহণ. এই সূর্যগ্রহণ উপলক্ষে রাজধানির সুকান্ত একাডেমি ভবনে টেলিস্কোপে বসানো হয় এই সূর্যগ্রহণ দেখার জন্যে. এদিন এই সূর্যগ্রহণ প্রসঙ্গে সুকান্ত একাডেমির অফিসার ইন চার্জ ড: মধুসূদন দেবনাথ বক্তব্য রাখতে গিয়ে জানান এই সূর্য্যগ্রহন ১০০ বছর আগে একবার হয়েছিল আজ ১০০ বছর পরে পুনরায় দেখা যাচ্ছে এই মহাজাগতিক পূর্ণগ্রাস সূর্যগ্রহন. পাশাপাশি জ্যোতিষ বিদ্যা অনুসারে যেকোনো ধরনের গ্রহণ চলাকালী খাবার গ্রহণ করতে নেই এরকম মানসিকিটাকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান গ্রহণের সাথে বিজ্ঞানের কোন সম্পর্ক নেই অর্থাৎ খাবারের সাথে গ্রহণের কোন সম্পর্ক নেই, তিনি এ ধরনের চিন্তা ধারাকে কুসংস্কারে আবদ্ধ হওয়া বলে ব্যক্ত করেন.
Leave feedback about this