সংবাদ প্রতিনিধি ত্রিপুরা আগরতলা: বৃহস্পতিবার রাজধানীর পুরাতন মোটর স্ট্যান্ডে ক্রাইম এন্ড করাপশন কন্ট্রোল আওয়ার্নেস সোসাইটির উদ্যোগে লাদাখে শহীদ হওয়া ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচির আয়োজন করা হয়. এদিন সোসাইটির পক্ষ থেকে চীনের প্রতি ক্ষোভ উগরে দিয়ে রাজ্যবাসীদের চীনা দ্রব্য বর্জন করার আহব্বান রাখার পাশাপাশি ভারতীয় দ্রব্য ব্যবহার করার আবেদন রাখেন সোসাইটির চেয়ারম্যান.
janatar kalam Blog রাজ্য চীনা দ্রব্য বর্জন করুন ভারতীয় দ্রব্য ব্যবহারে সামিল হন: ক্রাইম এন্ড করাপশন কন্ট্রোল আওয়ার্নেস সোসাইটি
Leave feedback about this