অক্সিজেনের অভাবে অত্যাধুনিক ব্যবস্থা সম্পন্ন সরকারি অ্যাম্বুলেন্সে মৃত্যু হল এক রোগীর। এনিয়ে আই এল এস হাসপাতালে বুধবার দুপুর নাগাদ ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃত ব্যাক্তির নাম অরুণ কুমার সিনহা। বাড়ি বাধারঘাট এলাকায়। ১০২ নম্বরের সরকারি অ্যাম্বুলেন্সের গাফিলতির অভিযোগ তুলে পরিবারের সদস্যরা। পরবর্তী সময়ে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনায় সরকারি অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন অ্যাম্বুলেন্সের পরিষেবা প্রদান নিয়ে উপস্থিত সাধারন জনগণের মধ্যে তীব্র ক্ষোভ পরলক্ষিত হয় এদিন। এনিয়ে মৃতার মেয়ে এম্বুলেন্সে থাকা টেকনিশিয়ানের গাফিলতির অভিযোগ তুলেন।
janatar kalam Blog রাজ্য অ্যাম্বুলেন্সে অক্সিজেনের অভাবে মৃত্যু এক রোগীর। উত্তেজনা। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে
Leave feedback about this