জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- রাতে নাশকতার আগুনে পুড়ে ছাই মুদি দোকান। ঘটনা উদয়পুর মহকুমার রাজধর নগর এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় দোকান মালিক ইলাদ হোসেন অনান্য দিনের মত এইদিন রাতেও সাড়ে আটটা নাগাদ দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। দোকানের পাশেই বাড়ি ইলাদ হোসেনের। কিন্তু হঠাৎ রাত সাড়ে ১১ টা নাগাদ আগুনের লেলিহান শিখার ঝলকানি দেখতে পায় ইলাদ হোসেনের বাড়ির লোকজন। সাথে সাথে খবর দেওয়া হয় উদয়পুর দমকল দফতরে। ঘটনার খবর পেয়ে দমকলের একটি গাড়ি ছুটে যায় রাজধরনগর এলাকায়। কিন্তু দমকল বাহিনী পৌঁছার আগেই গ্রামবাসীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্বভ হয়। যদি আগুন নেভাতে গ্রামবাসীরা সাহায্য না করত ইলাদ কে। তাহলে তার দোকানের আগুনে পুড়ে ছাই হয়ে যেত দোকানের পাশে থাকা বহু বাড়িঘর। ইলাদ জানায় তার পরিবার চলার একমাএ রোজগারের পথ ছিল এই মুদি দোকানটি। আগুন লাগার ফলে বহু টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পথে বসার উপক্রম হয়েছে হোসেন পরিবারটির। সরকারি সাহায্যের দাবি জানায় দোকান মালিক ইলাদ হোসেন। আগুন লাগার ঘটনায় ব্যাপক আতংকের সৃষ্টি হয় গোটা গ্রামজুড়ে। পরে ঘটনার খবর পেয়ে ছুটে যান কাকরাবন থানার পুলিশ। কীভাবে আগুন লাগলো ? এই মুদি দোকানে, তার তদন্ত শুরু করেছে কাকরাবন থানার পুলিশ।
রাজ্য
রাতে নাশকতার আগুনে পুড়ে ছাই মুদি দোকান
- by janatar kalam
- 2020-06-17
- 0 Comments
- Less than a minute
- 5 years ago
Leave feedback about this