জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলা: গোটা বিশ্বে পরিবেশের ভারসাম্যতা যেভাবে নষ্ট হচ্ছে তাকে লক্ষ্য রেখে আমাদের মৌলিক কর্তব্য গাছ লাগানো, একমাত্র গাছ লাগানোর মাধ্যমে এই পরিবেশের ভারসাম্যতা ফিরিয়ে আনা সম্ভব. তারই পরিপেক্ষিতে বিজেপি সদর যুব মোর্চার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়, এদিনে কর্মসূচিতে বিজেপি রাজ্য সভাপতি ডক্টর মানিক সাহা রাজ্যবাসী প্রতি বাতা রাখেন যে সকলে যেন একটি করে গাছ লাগান কেননা আমরা সবাই জানি একটি গাছ একটি প্রাণ, গাছ ছাড়া পৃথিবীতে প্রাণিজগতের কোন অস্তিত্ব নেই, তাই রাজ্যবাসী সকলকেই গাছ লাগানোর আহ্বান রাখেন তিনি. এ দিনের কর্মসূচিতে বিজেপি রাজ্য সভাপতি ডক্টর মানিক সাহাসহ উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃত্ব ও সদস্যরা.
Leave feedback about this