2024-12-19
agartala,tripura
রাজ্য

নিজেদের ন্যায্য দাবীতে প্রতিবাদ সভায় ১০৩২৩ এড-হক পে শিক্ষক কর্মচারী সংগঠন

চাকুরিচ্যুতির পর ১০৩২৩ শিক্ষকরা নিজেদের কর্মসংস্থানের দাবিতে প্রতিনিয়ত আন্দোলন করে আসছে, হাতে নেওয়া হয়েছিল নানান কর্মসূচি ও কিন্তু তাতে সরকারের কোনো হেলদোল পরিলক্ষিত না হওয়ায়, তারই পরিপেক্ষিতে কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার রাজধানীর প্যালেস কম্পাউন্ড স্থিত গান্ধী মূর্তির পাদদেশে ১০৩২৩ এড-হক পে শিক্ষক কর্মচারী সংগঠন নিজেদের ন্যায্য দাবি আদায়ের দাবিতে এক প্রতিবাদ সভায় মিলিত হয়. এই দিনের কর্মসূচি থেকে ১০৩২৩ এড-হক পে শিক্ষক কর্মচারী সংগঠন নিজেদের স্থায়ী সমাধানের দাবি তুলে ধরেন রাজ্য সরকারের কাছে তাছাড়া যতদিন অবধি তাদের স্থায়ী সমাধান হচ্ছে না ততদিন অবধি তাদের প্রাপ্য বেতন যেন তাদের দেওয়া হয় সেই দাবি রাখেন এদিনের প্রতিবাদ সভা থেকে. পাশাপাশি এদিন সভাস্থল থেকে পুলিশ বাহিনী তাদেরকে জোরপূর্বক গ্রেফতার করে নিয়ে যায় অভিযোগ ১০৩২৩ শিক্ষকদের.

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service