বিশালগড় গোকুলনগর বিএসএফ ক্যাম্পে র এক নম্বর গেটের সামনে বিশুদ্ধ পানীয় জল দিয়ে তরিতরকারি শাকসবজি এবং ফলমূল কে ধুয়ে মুছে সাফ করে তারপর ক্যাম্পের ভিতরে ঢুকিয়ে 48 ঘন্টা কোয়ারান্টিনে রাখার পর তারপর রান্না করে জওয়ানদের খাওয়ানো হবে বলে জানান গোকুলনগর বিএসএফ ক্যাম্পের জওয়ানরা। বৃহস্পতিবার সকাল 11 টায় বিশালগড় মহকুমা আদালতের উল্টোপাশে বিএসএফ ক্যাম্পের এক নম্বর গেটের সামনে এমন চিত্র দেখে হতবাক পথচলতি সাধারণ জনগণ। কারণ এইভাবে তরিতরকারি শাকসবজি এবং ফলমূল থেকেও করোনা ভাইরাস সংক্রমণ ছড়াতে পারে যেহেতু এই সবজিগুলো বাজার থেকে আসে এবং বিভিন্ন মানুষজনদের হাত ধরে আসে এমনটাই জানিয়েছে গোকুলনগর বিএসএফ ক্যাম্পের আধিকারিক জওয়ানরা। রাজ্যের প্রত্যেকটি বাজারেই সবজি আসার পূর্বে এইভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে আনা উচিত বলে জওয়ানদের বক্তব্য। কারন গোটা রাজ্যের সঙ্গে গোটা দেশের সঙ্গে পাল্লা দিয়ে গোটা সিপাহী জলা জেলাতে অরুনা সংক্রমণ গ্রাফ ঊর্ধ্বমুখী। যার ফলে জওয়ানরা বাড়তি সর্তকতা অবলম্বন করেছে। সমস্ত সবজিগুলো গোকুলনগর বিএসএফ ক্যাম্পের এক নম্বর গেটের সামনে বিশুদ্ধ জল দিয়ে ধুয়ে তারপর ক্যাম্পের ভেতরে 48 ঘন্টা কোয়ারান্টিনে রাখা হয়। এরপর রান্না করে খাওয়ানো হয় জওয়ানদের। বিএসএফ শৃংখলাবদ্ধ সামরিক বাহিনী। সমস্ত কিছুতেই শৃঙ্খলা মেনে চলে। তাই করুণা সংক্রমন ঠেকাতে ক্যাম্পের প্রবেশের আগে সবজিগুলোকে 48 ঘন্টা কোয়ারান্টিনে রাখা হয় বলে জানান জওয়ানরা।
রাজ্য
শাকসবজি ধুয়ে 48 ঘন্টা কোয়ারেন্টাইন করে খাওয়ানো হচ্ছে বিশালগড় গোকুলনগর বিএসএফ ক্যাম্পে
- by janatar kalam
- 2020-06-11
- 0 Comments
- Less than a minute
- 5 years ago
Leave feedback about this