2024-09-19
agartala,tripura
রাজ্য

গকুল নগড় মৎস সেট ঘরের করুন দশা, মেরামতের দাবি মৎস ব্যবসায়ীদের

সংবাদ প্রতিনিধি ত্রিপুরা, বিশালগড়: ভোট আসে ভোট যায়। প্রত্যেক ৫ বছর পর পর নির্বাচন হয় আর এই নির্বাচনের প্রাক মুহূর্তে দেখা যায় রাজনৈতিক নেতা-নেত্রীদের। ভোট দেওয়ার পর থাকে না জনতার কোন কদর।জনতা জনার্দন কিভাবে চলেন কিভাবে থাকেন সেটা আর দেখার কোন তাগিদ বা ইচ্ছা থাকেনা. নেতা-নেত্রীর সে পাঁচ বছরে আর একবারও দেখা যায় না। জীবন জীবিকা নির্বাহ করার জন্য ভোটদাতারা তাদের ব্যবসা পরিশ্রমের মাধ্যমে জীবন জীবিকা পালন করে যেতে হয়। আর যে সমস্ত স্থানে বসে ব্যবসা করেন সেই জায়গা ভয়ংকর অবস্থায় থাকে সর্বদা।তেমনি একটি চিত্র দেখা গেল গোকুলনগর রাস্তার মাতা স্থিত মৎস্য ব্যবসায়ীদের শেট ঘরটিতে । প্রত্যেকদিন এই বাজারে মৎস্য ব্যবসায়ীদের কাছে ক্রেতাসাধারণ মৎস্য কেনার জন্য আসেন কিন্তু কারো কখনোই নজর পড়ে না সেই ভয়ানক অবস্থায় দাঁড়িয়ে থাকা মৎস শেট ঘরটির দিকে। আজ দীর্ঘ এক বছর যাবৎ প্রাকৃতিক ঘূর্ণিঝড়ের কারণে মৎস্য শেট ঘরটি এক ভয়ানক অবস্থা রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে। মৎস্যজীবীদের জিজ্ঞাসা করাতে তাদের কাছ থেকে বেরিয়ে আসে সেই শেট ঘরটির করুণ অবস্থার কাহিনী।কোন নেতা মন্ত্রী বা পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে কেউ কোনো রকম কর্ণপাত করেন না, এই ঘরের দিকে বাজার ব্যবসায়ী তরফ থেকে বিভিন্ন ভাবে জানানোর পরেও কখনো কাউকে সেই মৎস্য শেটঘর মেরামত করার ক্ষেত্রে কারোর কোনো উদ্যোগ পরিলক্ষিত হয় নি. এই গোকুলনগর বাজারে যে সমস্ত মৎস্য ব্যবসায়ীরা ব্যবসা করে জীবন-জীবিকা পালন করে থাকেন তাদের একটি মাত্র দাবি আমাদের এই মৎস্য বিক্রি করা স্থানটি যেন মেরামত করে ব্যবসা করার উপযুক্ত করে দেন এবং সেখানে বসে তারা তাদের ব্যবসা যেন করতে পারে সেদিকে যেন প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক নেতা আমলারা একটু নজর দেন। সে দিকেই বসে আছেন গোকুলনগর রাস্তার মাতা মৎস্য ব্যবসায়ীরা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service