জনতার কলম,কাঞ্চনপুর প্রতিনিধি:- বুধবার কাঞ্চনপুর নেতাজি ক্লাব প্রাঙ্গণে নাগরিক সুরক্ষা মঞ্চ ও মিজো কনভেনশনের জয়েন্ট মুভমেন্ট কমিটির সদস্যরা এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের সাথে মিলিত হন। মঞ্চের সভাপতি রনজিত নাথ অনুপ নাথ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন মিজোরাম থেকে আগত 1997 সালে রিয়াং উদ্বাস্তু পরিবার ফোর্থ কর্নার চুক্তি অনুসারে মিজোরাম তাদের রাজ্যে ফিরিয়ে দিতে হবে। কাঞ্চনপুর মহকুমার এক ইঞ্চি মাটি উদ্বাস্তু দের জন্য দেওয়া হবে না। মুভমেট কমিটি এদের দাবি না মানলে অনশন প্রত্যাহার করবেন না বলে জানান । সংবাদ লেখা পর্যন্ত মহাকুমা শাশিকা চাঁদনী চন্দন ও এস ডি পি ও বিক্রমজীত শুক্লা দাস উনারা এসে জিজ্ঞাসা করে কোন ধরনের আশ্বাস দেন নি এবং চলে যান ।
রাজ্য
রিয়াং উদ্বাস্তুদের মিজোরাম ফেরানোর দাবিতে অনশনে জয়েন মুভমেন্ট কমিটি
- by janatar kalam
- 2020-06-10
- 0 Comments
- Less than a minute
- 5 years ago
Leave feedback about this