সংবাদ প্রতিনিধি ত্রিপুরা, বিশালগড়: ত্রিপুরা রাজ্য থেকে বামফ্রন্টকে উৎখাত করে সাধারন জনগন বিজেপি সরকার কে প্রতিষ্ঠা করেছেন, সেই পরিস্থিতি রয়ে গেল। এমনই এক দৃশ্য দেখা গেল বিশালগড় ৯ নম্বর পৌর পরিষদ এলাকায় রঘুনাথপুর এলাকায়। রাস্তার দু’পাশে ড্রেন নেই এবং জল নিকাশনের কোনো রাস্তা নেই. এটি সাধারণ মানুষ পথচলিত রাস্তা সামান্য বৃষ্টি হলে হাটু সমান জল হয় এখানে. জলের কারণে ঘর থেকে বের হতে পারেনা এলাকার জনগণ। কয়েকবার পরিষদের কাউন্সিলর কে জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি এমনই অভিযোগ বিজেপি মাইনরিটি মন্ডল সদস্যের। এলাকাবাসীদের একটাই দাবি রাস্তা যেন দ্রুত সংস্কার করা হয়।
Leave feedback about this