2024-12-16
agartala,tripura
রাজ্য

স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্ন আজ আমাদের দেশে বাস্তব রূপ নিচ্ছে : ক্রীড়ামন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্ন আজ আমাদের দেশে বাস্তব রূপ নিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত এখন এক বৈভবশালী দেশ হিসেবে গড়ে উঠছে। প্রধানমন্ত্রীর নির্দেশিত পথে আমাদের রাজ্য এখন পরিকাঠামো উন্নয়ন, গুণগত শিক্ষার প্রসার ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অনেকটাই এগিয়ে গেছে। আজ শ্রীরামপুর সূর্যমণি মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ঊনকোটি জেলাভিত্তিক ‘৭৫ সীমান্ত গ্রাম ক্রান্তি বীরো কে নাম’ শীর্ষক অনুষ্ঠানে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায় একথা বলেন। অনুষ্ঠানের উদ্বোধন করে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী আরও বলেন, দেশের স্বাধীনতা দিবসের ৭৫ বর্ষ পূর্তিকে স্মরণীয় করে রাখতে দেশজুড়ে আজাদি কা অমৃত মহোৎসব পালন করা হচ্ছে। এই কর্মসূচিতেই আমাদের রাজ্যে দেশের স্বাধীনতা আন্দোলনের সাথে যুক্ত স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করা হচ্ছে। এই লক্ষ্যেই রাজ্যে ৭৫ সীমান্ত গ্রাম ক্রান্তি বীরো কে নাম শীর্ষক এক কর্মসূচি নেওয়া হয়েছে। এজন্য রাজ্যের ৭৫টি সীমান্ত গ্রামকে চিহ্নিত করে এই কর্মসূচি পালন করা হচ্ছে। অনুষ্ঠানে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী বলেন, স্বাধীনতার ৭৫ বছর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিয়েছে। অর্থনীতি ও প্রযুক্তি ক্ষেত্রে ভারত ক্রমশ এগিয়ে যাচ্ছে। আত্মনির্ভর হয়ে উঠছে আমাদের দেশ।
অনুষ্ঠানে স্বাধীনতা সংগ্রামী সতীশ চন্দ্র দাস বলেন, আমাদের দেশ নানা জাতি, নানা ধর্ম ও নানা ভাষার দেশ। কিন্তু আমরা সবাই ভারতবাসী। তাছাড়া বক্তব্য রাখেন জিলা পরিষদের সহকারি সভাধিপতি শ্যামল দাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলাশাসক টি কে চাকমা। জেলাভিত্তিক এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। উপস্থিত ছিলেন জিলা পরিষদের সহকারি সভাধিপতি শ্যামল দাস, জেলাশাসক ও সমাহর্তা টি কে চাকমা, চন্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান লাকি পাল দাস, কৈলাসহর পুরপরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়, শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নারায়ণ পাল প্রমুখ। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
৭৫ সীমান্ত গ্রাম ক্রান্তি বীরো কে নাম কর্মসূচিতে ঊনকোটি জেলার সীমান্ত সংলগ্ন সমরুরপাড়, শ্রীরামপুর ও রাঙ্গাউটি পঞ্চায়েতকে চিহ্নিত করা হয়েছিল। এই গ্রাম পঞ্চায়েতগুলিতে ৭ দিনব্যাপী সাংস্কৃতিক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালাগুলিতে ৫৫০ জন প্রশিক্ষণার্থীকে নৃত্য, সংগীত, নাটক ও অঙ্কনে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
বিদ্যালয় শিক্ষা দপ্তর থেকে প্রবন্ধ প্রতিযোগিতা এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর থেকে বাইসাইকেল দৌড় প্রতিযোগিতা, ম্যারাথন দৌড় প্রতিযোগিতা, দড়ি টানাটানি প্রতিযোগিতার আয়োজন করা হয়। আজকের অনুষ্ঠানে এই সমস্ত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। তাছাড়াও এই সীমান্ত গ্রাম পঞ্চায়েতগুলিতে প্রশাসনিক শিবিরের আয়োজন করা হয়। সীমান্ত এলাকার এই গ্রাম পঞ্চায়েত গুলিতে জনসাধারণের জীবনযাত্রার মানোন্নয়নে বিভিন্ন দপ্তর থেকে কর্মসূচি নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে অতিথিগণ ১৩টি স্বসহায়ক দলের সদস্যাদের হাতে মোট ৩লক্ষ টাকার ঋণের চেক তুলে দেন। জেলাভিত্তিক এই অনুষ্ঠান উপলক্ষে শ্রীরামপুর সূর্যমণি মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রাঙ্গণে ফুড ফেস্টিভেল ও বিভিন্ন দপ্তরের প্রদর্শনী মন্ডপ খোলা হয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service