2024-12-16
agartala,tripura
রাজ্য

৭ দফা দাবিতে এবার সোচ্চার হলো বাঙ্গালী ছাত্র যুব সমাজ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
শিক্ষার পাঠ্যক্রমে ডারউইনের বিবর্তনবাদকে বাদ দেওয়া চলবে না, জাতীয় শিক্ষানীতিতে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষায় স্বীকৃতি দেওয়া, রাজ্য সরকারি সমস্ত কার্যালয়ে স্বীকৃতিপ্রাপ্ত বাংলা ভাষা সঠিকভাবে কার্যকর করা সহ মোট ৭ দফা দাবিতে এবার সোচ্চার হলো বাঙ্গালী ছাত্র যুব সমাজ ত্রিপুরা রাজ্য কমিটি। দাবি আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার সংগঠন পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের নিকট প্রদান করল ডেপুটেশন। ডেপুটেশন প্রদানের আগে জেলাশাসকের কার্যালয়ের সামনে দাবি গুলি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে সংগঠনের কর্মীরা। পরে সংগঠনের রাজ্য সচিবের নেতৃত্বে এক প্রতিনিধিদল জেলাশাসকের কার্যালয়ে গিয়ে তাদের দাবিগুলি তুলে ধরে অবিলম্বে সেগুলি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা আহ্বান রাখেন। রাজ্য সচিব সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান প্রশাসনিকভাবে দাবিগুলি পূরণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ না করা হলে সংগঠন আগামী দিন বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service