2024-11-24
agartala,tripura
রাজ্য

সুস্থ দেহ গড়ার অন্যমত শর্ত হচ্ছে শরীরচর্চা : মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
শরীর সুস্থ থাকলে মনও সুস্থ থাকে। নিয়মিত শরীরচর্চাতেই সুস্থ মন ও মানসিকতা গড়ে উঠে। অন্যকে সুস্থ রাখতে হলে নিজেকেও সুস্থ রাখতে হবে। আজ আগরতলা পুর নিগমের ১৬ নং ওয়ার্ডের অন্তর্গত রামনগর এক নম্বর রাস্তায় ওপেন জিমের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা একথা বলেন। তিনি বলেন, সুস্থ দেহ গড়ার অন্যমত শর্ত হচ্ছে শরীরচর্চা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশিত পথে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার একটি সুস্থ, স্বচ্ছ এবং সুন্দর সমাজ গড়ে তোলার জন্য নিরন্তর কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে শরীরের যেমন উন্নতি হয় তেমনি মানসিকতারও বিকাশ ঘটে। জীবনের লক্ষ্যে পৌঁছতে হলে শরীরচর্চা অত্যন্ত প্রয়োজনীয়। নিয়মিত শরীরচর্চার মাধ্যমে উদ্ভাবনী চিন্তার জন্ম নেয়। এই উদ্ভাবনী চিন্তার মাধ্যমেই সমাজে প্রকৃত পরিবর্তন
সম্ভব।
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার এবং আগরতলা পুরনিগম মানুষের মৌলিক চাহিদাগুলিকে সামনে রেখে কাজ করে চলছে। তিনি রাজ্য সরকারের কিছু জনকল্যাণমুখী প্রকল্পের উপর আলোকপাত করেন। তিনি বলেন, খেলাধুলার ক্ষেত্রে এই সরকার খুবই আন্তরিক। ২০২৩-২৪ রাজ্য বাজেটে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের জন্য ৪ হাজার ৯৩৯ কোটি টাকার সংস্থান রাখা হয়েছে। তিনি রাজ্যে রূপায়িত ক্রীড়া ক্ষেত্রে বিভিন্ন উন্নয়নমুখী প্রকল্পের বিষয় উল্লেখ করে জানান, ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে ২৫ কোটি টাকা ব্যয়ে কৈলাশহর এবং উদয়পুরে দুটি যুব আবাস গড়ে তোলার জন্য অর্থের সংস্থান রাখা হয়েছে। শান্তিরবাজারে ৯ কোটি ২১ লক্ষ টাকায় একটি স্টেডিয়াম তৈরী করা হবে। এখন পর্যন্ত ৪টি সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠ নির্মাণ করা হয়েছে। এছাড়াও চন্দ্রপুরে আরও একটি সিন্থেটিক টার্ক মাঠ নির্মাণ করা হয়েছে। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে সারা রাজ্যে ৫০টি ওপেন জিম তৈরি করার পরিকল্পনা রয়েছে। যার মধ্যে ২৫টির নির্মাণ কাজ শেষ হয়েছে। বাকিগুলির কাজ খুব শীঘ্রই সম্পন্ন করা হবে। এছাড়াও মুখ্যমন্ত্রী স্টেট টেলেন্ট সার্চ প্রকল্প, স্পোর্টস ডেভেলপমেন্ট প্রকল্প, খেলো ইন্ডিয়া ইত্যাদি প্রকল্পের উন্নয়নমূলক দিকের উপরও আলোকপাত করেন। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা আরও বলেন, আজকের এই ওপেন জিম চালু হওয়ার ফলে শুধু এই এলাকার জনগণ নয় সবাই উপকৃত হবেন। রাজ্য সরকারের উদ্যোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ধরণের ওপেন জিম তৈরি করা হচ্ছে। তিনি প্লাস্টিক মুক্ত, নেশা মুক্ত এবং স্বচ্ছ ত্রিপুরা গড়ে তুলতে এগিয়ে আসার জন্য সবার প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের ইচ্ছা ছিল ওপেন জিমের সুযোগ যেন তারা পায়। সেই ইচ্ছা তাদের আজ পূর্ণ হল। এই ওপেন জিমকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব শুধু সরকারের নয় সমাজের প্রত্যেককে বহণ করতে হবে। তিনি বলেন, আগরতলা পুর নিগম নগরবাসীকে স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনযাত্রা উপহার দিতে প্রতিনিয়ত কাজ করে চলছে। তিনি আরও বলেন, খেলাধুলার সঙ্গে যুক্ত থাকলে শুধু শারীরিক এবং মানসিকতার উন্নতি ঘটেনা, নেশার থেকেও দূরে থাকা যায়। তিনি নেশামুক্ত ত্রিপুরা গড়তে সমাজের প্রতিটি অংশের নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা গ্রহণ করার আহ্বান জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আগরতলার পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব। উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত সহ আগরতলা পুরনিগমের বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটরগণ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service