2024-12-16
agartala,tripura
রাজ্য

কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস ছেড়ে ২১ ভোটার বিজেপিতে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-লোকসভা ভোটের মুখে রাজ্যে শাসক দলে যোগদান অব্যাহত রয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায়ই শাসক দলে যোগদানের খবর সামনে আসে। এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ময়দান চষে বেড়াচ্ছেন শাসক দলীয় নেতারা। যেখানে রাজ্যের অন্যান্য বিরোধী দলগুলি এই ইস্যুতে এখনো কতটা প্রস্তুত তা হয়ত সময়ই বলবে। তবে রাজনৈতিক সচেতক মহলের মতে এই ইস্যুতে রাজ্যের শাসক দল অন্যান্য বিরোধী দলগুলি থেকে এ ক্ষেত্রে অনেকটাই এগিয়ে রয়েছে। যার ফল স্বরূপ দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় প্রতিদিনই শাসক দলে যোগদানের চিত্র। সোমবার ও আগরতলার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। এই যোগদান সভায় তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস ছেড়ে মোট ২১ জন ভোটার বিজেপিতে যোগদান করেন। এর মধ্যে তৃনমূল কংগ্রেস থেকে যোগদানের সংখ্যা তুলনামূলক ভাবে বেশি। জানা যায় এদিন তৃনমূল কংগ্রেস থেকে ৬ এবং ৯ নং বিধানসভা কেন্দ্র থেকে এবং আমবাসা থেকে নেতৃত্ব স্থানীয় ১৭ জন বিজেপিতে যোগদান করেন। যোগদানকারীদের দলে বরণ করে নেয় উপস্থিত নেতৃত্ব। এ বিষয়ে এদিন প্রদেশ বিজেপি সহ সভাপতি অমিত রক্ষিত তা সংবাদ মাধ্যমে অবগত করেন।এই যোগদান সভায় এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের সদর শহর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য, দলের মুখপাত্র অস্মিতা বনিক প্রমুখ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service