2024-12-15
agartala,tripura
রাজ্য

বন্ধন ব্যাংকের ঋণের কিস্তির টাকা দিতে চাপ দেওয়ায় চরিলাম বন্ধন ব্যাংকের অফিসার কুশা রঞ্জন সাহা কে আটক করে মহিলারা

সংবাদ প্রতিনিধি ত্রিপুরা, চড়িলাম: জানা যায় কিছুদিন পূর্বে চড়িলাম বন্ধন ব্যাংকের অফিসার কুশা রঞ্জন সাহা গীতাঞ্জলি গ্রুপের মহিলাদের বলে এসেছিলেন এই সোমবার থেকে যেভাবেই হোক কিস্তির টাকা দিতে হবে। সেই অনুযায়ী সোমবার সকালে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে উত্তর চড়িলাম বনকুমারি সংলগ্ন প্রিয়তোষ সাহার বাড়িতে বন্ধন ব্যাংকের অফিসার কুশা রঞ্জন সাহা কিস্তির টাকা নেওয়ার জন্য বসেন। গীতাঞ্জলি গ্রুপে প্রায ৪৫ জন মহিলা রয়েছে। সোমবার সকালে ১৫ থেকে ১৬ জন মহিলা কিস্তির টাকা জমা দিয়েছেন। কিন্তু অত্যন্ত গরিব মহিলা মমতা দাস এবং রিঙ্কু দাস তারা কিস্তির টাকা জমা দিতে পারেনি। তাদের পরিবারের ভীষণ অভাব রয়েছে বলে তারা জানান অফিসারকে। কিন্তু বন্ধন ব্যাংকের অফিসার কুশা রঞ্জন সাহা কোন কিছুই শুনতে নারাজ। অফিসার এর বক্তব্য হলো টাকা দিতেই হবে। কিন্তু মমতা দাস এবং রিঙ্কু দাস রা বলেন লকডাউন এর সময়ে কোন কাজকর্ম নেই টাকা রোজগার করতে পারিনি তাই দিতে পারব না বলে জানায় তারা। শেষ পর্যন্ত অভিসার কুশা রঞ্জন সাহা মমতা দাস এবং রিঙ্কু দাস কে বলেন চরিলাম বন্ধনের ডিএসসি ম্যানেজার উত্তম সরকারের সঙ্গে যোগাযোগ করার জন্য এবং জোরালোভাবে মহিলাদের চাপ দিতে থাকেন টাকা দিতেই হবে। শেষপর্যন্ত গীতাঞ্জলি গ্রুপের মহিলারা বন্ধন ব্যাংকের অফিসার কুশা রঞ্জন সাহা কে আটক করে রাখে। খবর পেয়ে চরিলাম বন্ধনের ডিএসসি ম্যানেজার উত্তম সরকার প্রিয় সাহার বাড়িতে গিয়ে গীতাঞ্জলি গ্রুপের মহিলাদের বুঝিয়ে বলেন যদি পারা যায় অর্থাৎ সাধ্যের মধ্যে যতটুকু পারা যায় আপনারা ধীরে ধীরে কিস্তির টাকা পরিশোধ করুন এটা আমাদের চরিলাম ডিএসসি বন্ধন এর পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ। এই কথা বলে ম্যানেজার উত্তম সরকার কুশা রঞ্জন সাহা কে মহিলাদের গ্রাম থেকে মুক্ত করে চরিলাম বন্ধন অফিসে নিয়ে আসেন। এরপর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আছে বলে জানা যায়। দেশের সরকার যে জায়গায় লকডাউন এর দিনগুলিতে সমস্ত কিস্তি না দেওয়ার জন্য বলেছে সেই জায়গাতে বন্ধন চড়িলাম বিএসসির অফিসার কুশা রঞ্জন সাহা কি করে ঋণের কিস্তি দেওয়ার জন্য চাপ দেয় মহিলাদের। এটাই এখন চরিলাম এ লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।তাছাড়া ক্ষুব্ধ মহিলারা রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মার কাছে বন্ধন ব্যাঙ্কের বিরুদ্ধে নালিশ জানাবেন বলেও জানা যায়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service