2024-09-19
agartala,tripura
রাজ্য

শ্রাবন মাসের সোমবার ভগবান শিবের উপাসনা অত্যন্ত ফলদায়ক এবং শুভ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
বলা হয় শ্রাবণ মাস মহাদেবের মাস। মনে করা হয় যদি নিষ্ঠা ভড়ে শ্রাবণ মাসের সোমবারে মহাদেবের পুজো এবং উপবাস করা যায় তাহলে তিনি তুষ্ট হন। পাশাপাশি তার আশীর্বাদে দূর হয় জীবনের যাবতীয় সমস্যা। কথিত আছে এই দিন উপবাস করার সঙ্গে সঙ্গে বিশেষ কিছু রীতি পালনে সন্তুষ্ট হন মহাদেব। সোমবার হল চাঁদের দিন এবং ভগবান শিব হল চাঁদের নিয়ন্ত্রক। তাই এই দিনে পূজা করলে শুধু চন্দ্র নয় ভগবান শিবের কৃপাও পাওয়া যায়। শ্রাবন মাসের সোমবার ভগবান শিবের উপাসনা অত্যন্ত ফলদায়ক এবং শুভ। তাই এদিনই শিবের ভক্তরা নিষ্ঠার সাথে মহাদেবের আরাধনায় ব্রতী হন। ভগবান শিবকে খুশি করার জন্য শ্রাবণ মাসের সোমবার শিবলিঙ্গে বিভিন্ন জিনিস নিবেদন করা হয়।। এই দিন শিবলিঙ্গে গঙ্গা জল,বেলপাতা,দুধ, ধুতরা, চাল, চন্দন নিবেদন করেন তার ভক্তরা। শিব লিঙ্গে এই জিনিসগুলো অর্পণ করলে ব্যক্তির সৌভাগ্য জাগ্রত হতে পারে বলে বিশ্বাস ভক্তদের। তাই নিজেদের পূণ্য লাভের আশায় অনেকেই শ্রাবণের প্রথম সোমবার ছুটে যান শিব মন্দিরগুলিতে। যদিও এবছর শ্রাবণ মাস মল মাস পেলেও, একে উপেক্ষা করেই শিবের ভক্তরা এদিন ছুটলেন শিব মন্দিরে। এমনটাই দেখা গেল রাজধানী আগরতলার শিববাড়ি প্রাঙ্গনে। সকাল থেকেই শিবের ভক্তদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। শুধু শিববাড়ি মন্দিরেই নয়, রাজ্যের সর্বত্র যেখানে শিব মন্দির রয়েছে সেখানে ভক্তরা নিষ্ঠার সাথে ভগবান শিবকে তুষ্ট করতে দিলেন পূজো। যদিও বিগত দিনের তুলনায় এবছর শিব মন্দির গুলিতে ভক্তদের উপস্থিতি ছিল অনেকটাই যেন কম।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service