2024-12-16
agartala,tripura
রাজ্য

মৎস্য উৎপাদনে রাজ্যকে স্বনির্ভর করে তোলার জন্য রাজ্যে বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করা হচ্ছে : মৎস্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
গ্রামীণ অর্থনীতির বিকাশে মৎস্যচাষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মৎস্য উৎপাদনে রাজ্যকে স্বনির্ভর করে তোলার জন্য রাজ্যে বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করা হচ্ছে। আজ খোয়াইয়ের বারবিল পঞ্চায়েতে খোকন দেবের ফ্রেশ ওয়াটার ফিনফিস হ্যাচারির উদ্বোধন করে মৎস্যমন্ত্রী সুধাংশু দাস একথা বলেন। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় ২৫ লক্ষ টাকা ব্যয়ে এই হ্যাচারি নির্মাণ করা হয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা গ্রহণ করে নিজে এবং অন্যকে আত্মনির্ভর করে তোলার জন্য মৎস্যমন্ত্রী আহ্বান জানান। হ্যাচারির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৎস্য দপ্তরের অধিকর্তা মোসেলেমউদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, খোয়াই জিলা পরিষদের কর্মবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সুব্রত মজুমদার, খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস দাস, মৎস্য, প্রাণীসম্পদ বিকাশ ও তপশিলি জাতি কল্যাণ দপ্তরের প্রধান সচিব বি এস মিশ্র প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তা কে শশীকুমার, জেলাশাসক দিলীপ কুমার চাকমা প্রমুখ। মৎস্যমন্ত্রী শ্রীদাস এদিন অজগরটিলাস্থিত বিজয় গোপের ফলবাগান ও নার্সারি, রামচন্দ্রঘাটে রবীন্দ্র দাসের শূকর খামার এবং চেবরি মৎস্যজীবী সমবায় সমিতির জলাশয় পরিদর্শন করেন। হ্যাচারি উদ্বোধনের আগে মৎস্যমন্ত্রী দশরথ দেব মেমোরিয়াল কলেজ পরিদর্শন করেন। সেখানে তিনি বৃক্ষরোপণ করেন। কলেজের অধ্যক্ষ ড. বি সি দাস এবং অধ্যাপকঅধ্যাপিকাগণ বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service