জনতার কলম ওয়েবডেস্ক :- ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন বিচারপতি শুভাশিস তলাপাত্র। আগামী ৭ অগস্ট ২০২৩ইং তিনি প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন। ওড়িশা হাইকোর্টের বর্তমান বিচারপতি ড. এস মুরলিধরন আগামী মাসের প্রথম সপ্তাহে অবসরে চলে যাবেন। এরপরই দায়িত্ব নেবেন বিচারপতি তলাপাত্র। সুপ্রিম কোর্টের কলেজিয়াম আগেই ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শুভাশিস
তলাপাত্রের নাম সুপারিশ করেছে। তারই ভিত্তিতে কেন্দ্রীয় সরকারও চূড়ান্ত সম্মতি দিয়ে দিয়েছে। শুধু ওড়িশা হাইকোর্টেই নয়, একই সাথে গুজরাট, কেরালা এবং তেলেঙ্গানা হাইকোর্টেও নতুন তিন বিচারপতিকে প্রধান বিচারপতি হিসাবে নিযুক্তি দেওয়া হয়েছে।
ত্রিপুরার কৃতী সন্তান শুভাশিস তলাপাত্র ২০১১ সালের ১৫ নভেম্বর গুয়াহাটি হাইকোর্টের আগরতলা বেঞ্চে বিচারপতি হিসাবে প্রথম দায়িত্ব নেন। এরপর ২০১৩ সালে ত্রিপুরায় পৃথক পূর্ণাঙ্গ হাইকোর্ট চালু হওয়ার পর বিচারপতি শ্রী তলাপাত্র ত্রিপুরা
হাইকোর্টে কাজ শুরু করেন। ত্রিপুরা হাইকোর্টে তিনিই ছিলেন বরিষ্ঠ বিচারপতি। ২০২২ সালের ১০ জুন তিনি ওড়িশা হাইকোর্টে বদলি হন। তখন থেকেই তিনি ওড়িশা হাইকোর্টে বিচারপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। আগামী মাসেই তিনি প্রধান বিচারপতি হিসাবে শপথ নেবেন। উল্লেখ্য, বিচারপতি শ্রী তলাপাত্র আইনজীবী হিসাবে ত্রিপুরাতেই তাঁর কর্মজীবন শুরু করেন। দীর্ঘ বছর তিনি ত্রিপুরায় একজন স্বনামধন্য আইনজীবী হিসাবে সাফল্যের সাথে কাজ করে গেছেন।
রাজ্য
আগামী ৭ অগস্ট ওড়িশা হাইগকোর্টের প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন শুভাশিস তলাপাত্র
- by janatar kalam
- 2023-07-20
- 0 Comments
- Less than a minute
- 2 years ago

Leave feedback about this