জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
মুখ্যমন্ত্রী নিজের হাতে অনেকগুলি দপ্তর রেখেছেন। অথচ সেই দপ্তরগুলি সঠিকভাবে পরিচালনা করতে পারছেন না তিনি। যার খেসারত দিতে হচ্ছে রাজ্যবাসীকে। বিশেষ করে স্বাস্থ্যপরিসেবার ক্ষেত্রে প্রতিদিন মানুষ চরম দুর্ভোগে পড়ছেন। এখনো উন্নত চিকিৎসার জন্য সাধারণ মানুষকে ছুটতে হচ্ছে বহির রাজ্যে। এবিষয়ে কোন নজর নেই মুখ্যমন্ত্রীর। সোমবার আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের বিভিন্ন কাজকর্মের তথ্য তুলে ধরে এভাবেই সমালোচনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। সাংবাদিক সম্মেলনে এদিন তিনি শাসকদলের যোগদান সভারও তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, যারা যোগদান করছেন তারা নেশা কারবারি, সমাজদ্রোহী। তাদের অর্থ দিয়েই মঞ্চ নির্মাণ করে চলছে যোগদান সভা।
রাজ্য
স্বাস্থ্যপরিসেবায় রাজ্যের মানুষ চরম দুর্ভোগে পড়ছেন, উন্নত চিকিৎসার জন্য ছুটতে হচ্ছে বহির রাজ্যে : আশীষ
- by janatar kalam
- 2023-07-17
- 0 Comments
- Less than a minute
- 1 year ago
Leave feedback about this