জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার সদস্য ও শাসকদলের বিধায়করা আইনশৃঙ্খলা নিয়ে যতই বাহবা দেওয়ার চেষ্টা করুক না কেন বাস্তবে রাজ্যের আইনশৃঙ্খলা অনেকটা বিপদজনক। রাজ্যের মানুষের গণতন্ত্র বিপন্ন। এমনই অভিযোগ এনে এবার রাজ্য সরকারের বিরুদ্ধে সোচ্চার হলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। সোমবার আগরতলায় দলের রাজ্য কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে শ্রী চৌধুরী বিভিন্ন বিষয় তুলে ধরে বলেন, নেশা কারবারীদের প্রতিরোধ করতে গিয়ে যেভাবে যাত্রাপুর থানা এলাকায় এসআই দুর্গা কুমার রাঙখলের মৃত্যুর ঘটনায় আদালত অসহায় ভাবে রায় দিয়েছে। তাই মৃত পুলিশকর্মীর পরিবারকে সুবিচার পাইয়ে দিতে সরকার পুনরায় উচ্চ আদালতে আপিল করুক। আদালতের স্পষ্ট উঠে এসেছে যে কয়েকজন পুলিশ অফিসারের গাফিলতিতে অপরাধীরা ছাড়া পেয়েছে। গুরুতর এই অভিযোগ এনে তিনি এদিন একজন এসপিকে দিয়ে এস আই গঠন করে এই মামলার তদন্ত পুনরায় শুরু করা হোক।
রাজ্য
রাজ্যের মানুষের গণতন্ত্র বিপন্ন : জিতেন্দ্র
- by janatar kalam
- 2023-07-17
- 0 Comments
- Less than a minute
- 1 year ago
Leave feedback about this