2024-12-19
agartala,tripura
রাজ্য

প্রদ্যুৎ আছে মথাতেই শেষ রক্তবিন্দু পর্যন্ত থাকবে মথাতেই

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-যতক্ষণ পর্যন্ত শরীরের রক্ত বিন্দু থাকবে ততক্ষণ পর্যন্ত তিপরা মথার একজন সৈনিক হিসেবে কাজ করে যাব। চেয়ারম্যান পদকে আলবিদা জানিয়ে এই ঘোষণা করেছে প্রদ্যুৎ কিশোর দেব বর্মন।তিপরা মথার চেয়ারম্যান পদকে আলবিদা জানানোর পর থেকেই প্রদ্যুৎ কিশোর দেব বর্মনকে নিয়ে তীব্র গুঞ্জন শুরু হয়েছিল রাজ্যে। সোমবার সম্ভবত এই গুঞ্জনের জেরেই সাংবাদিক বৈঠক করেছে অধুনা মথার চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেব বর্মন। জনৈক সাংবাদিকের এক প্রশ্নে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে উঠেছিল প্রদ্যুৎ কিশোর। এদিন ক্ষিপ্ত স্বরে রীতিমতো শাসানোর স্বরে প্রদ্যুৎ জানান, সব সময় আমার কথা নিয়ে টুইস্ট করা হয়। সেটা কখনোই কাম্য নয়, আমি মথাতেই আছি,, যতক্ষণ পর্যন্ত শরীরের রক্ত বিন্দু থাকিবে ততক্ষণ পর্যন্ত আমি মাথার একজন সাধারণ কর্মী হিসেবে কাজ করে যাব। প্রদ্যুৎ কিশোর এদিন শাসক বিজেপি দলকে কটাক্ষ করে বলেন, বিজেপি চাইছে মনিপুরের অভিজ্ঞতাকে ত্রিপুরাতে কাজে লাগাতে। বিদ্যুৎ কিশোর বলেন, পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসায় ১৮ জনের মৃত্যু এ নিয়ে রাষ্ট্রপতি শাসন চাইছে বিজেপি অথচ মনিপুরে শতাধিক লোক মৃত্যুর পরেও টু শব্দটি নেই তাদের মুখে। প্রদ্যুৎ কিশোর তীব্র খুব প্রকাশ করে বলেন, বিজেপি দল তার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করছে না। ভিলেজ কাউন্সিল নির্বাচন করার সাহস দেখাচ্ছে না বিজেপি। তবে এটাকে এত সহজে ছাড়বে না তিপরা মথা। আইনি সহায়তার মাধ্যমে এডিসিতে নির্বাচন অনুষ্ঠিত করবে মথা। এ দিনের সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মথার প্রেসিডেন্ট বিজয় রাঙখল ,বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service