2024-12-16
agartala,tripura
রাজ্য

ভারতীয় জনতা পার্টি একটি বৃহত্তর পরিবার :সুশান্ত

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারতীয় জনতা পার্টির প্রতিটা সদস্য একে অপরের ভাই ভগ্নি। সকলে একই সূত্রে বাধা এবং একই পরিবারের লোক। যেখানে প্রত্যেকে প্রত্যেকের সুখ দুঃখ ভাগ করতে পারবে। বললেন বিধায়ক সুশান্ত দেব। এদিন বিশালগড় শীতলটিলা এলাকায় বিজেপির সমস্ত কার্যকর্তা ও সমর্থকদের নিয়ে এক টিফিন বৈঠকে মিলিত হয়েছেন বিধায়ক। বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মস্তিষ্ক প্রসূত এই টিফিন বৈঠকের মূল ভাবনা। আসলে টিফিন বৈঠকটা হল, প্রত্যেকে প্রত্যেকের বাড়ি থেকে টিফিন তৈরি করে এনে একে অপরের মধ্যে ভাগাভাগি করে খাওয়া এবং সুবিধা-অসুবিধা গুলি ভাগ করে নেওয়া। এজাতীয় বৈঠকের মাধ্যমে জনপ্রতিনিধির কাছেও নিজের মনের কথা তুলে ধরা যায়। এজন্যই প্রতিটি বিধানসভার প্রতিটি বুথে বুথে এজাতীয় টিফিন বৈঠক করার নির্দেশ দিয়েছে খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যাতে করে কর্মী সমর্থকদের মধ্যে আরও একাত্মবোধ জাগ্রত হয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service