2024-12-16
agartala,tripura
রাজ্য

মোদি এখন আন্তর্জাতিক ব্যক্তিত্ব যা দেশের কাছে গর্বের : বিপ্লব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের নয় বছর পূর্তিতে গোটা দেশ জুড়ে চলছে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি। দলের সর্বভারতীয় নেতৃত্বে নির্দেশে রাজ্যেও নানা কর্মসূচি সংঘটিত করে চলেছে দলের নেতাকর্মীরা। আগামী ১৮ জুলাই পর্যন্ত চলবে পূর্ব নির্ধারিত কর্মসূচি। গৃহীত কর্মসূচি গুলিতে অংশ নিচ্ছে মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে সংসদরা পর্যন্ত। শনিবার আগরতলা শহরতলী বড়জলা এলাকায় চার বড়জলা বিজেপি মন্ডলের উদ্যোগে আয়োজিত টিফিন বৈঠকে অংশ নিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। এতে উপস্থিত ছিলেন এলাকার প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ কুমার দাস, কর্পোরেটর জগদীশ দাশ, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি হরিদুলাল আচার্যসহ যুব মহিলা মোর্চার কর্মীরা। টিফিন বৈঠকে প্রত্যেকের বাড়ি থেকে আনা টিফিন একসাথে খাবারের পাশাপাশি মোদিজীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলি নিয়ে খোলামেলা আলোচনা করেন নেতৃত্ব। এদিনের এই টিফিন বৈঠকে অংশ নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, নরেন্দ্র ভাই মোদিজীর নেতৃত্বে তৃতীয়বারের মতো সরকার নিশ্চিত আসবে। কারণ মোদির অদ্বিতীয় কোন নেতৃত্ব নেই দেশে। দুনিয়ার মানুষ এখন মোদিকে সম্মান করে। যে আমেরিকা একসময় মোদিকে ভিসা দিতে চাইনি তারাও এখন মোদি কে সম্মান করে। মোদি এখন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। যা দেশের কাছে গর্বের। দেশকে শক্তিশালী একমাত্র মোদীজি করতে পারে। তাই মোদিজীর দরকার আছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service