2024-11-07
agartala,tripura
রাজ্য

নেশা কারবারী ও ধর্ষণ নারী নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাস্তায় মহিলা কংগ্রেস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-

নারী নির্যাতন, নেশাসহ বেশ কিছু দাবি-দাওয়াকে সামনে রেখে অবশেষে ময়দানে নেমে অস্তিত্বের জানান দিল রাজ্য মহিলা কংগ্রেস। সোমবার এমনটাই দেখা গেল রাজধানী আগরতলার ওরিয়েন্টে চৌমুনী এলাকায়। গুচ্ছ দাবীকে সামনে রেখে এদিন মহিলা কংগ্রেস সংঘটিত করল ৪ ঘন্টার গণ অবস্থান। যা বিধানসভা নির্বাচনের পর কংগ্রেস দলের প্রথম কোন আন্দোলন কর্মসূচি। শুধু তাই নয়, আশীষ কুমার সাহা প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর, এই প্রথম দলের কোন গণসংগঠন জনস্বার্থে বিভিন্ন দাবি নিয়ে রাস্তায় নামল। প্রদেশ মহিলা কংগ্রেসের অভিযোগ রাজ্যে অস্বাভাবিক হারে বেড়েছে ধর্ষণ নারী নির্যাতনের ঘটনা। এতে করে মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। একই সাথে গোটা রাজ্যে যেভাবে নেশার রমরমা কারবার চলছে তাতে করে রাজ্যের যুবসমাজ এখন ধ্বংসের মুখে। এরকম বেশ কয়েকটি অভিযোগ এনে নেশা কারবারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি ধর্ষণ নারী নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়েই এবার ময়দানে নামে মহিলা কংগ্রেসের নেতাকর্মীরা। ওরিয়েন্টে চৌমুনীতে আয়োজিত চার ঘণ্টার গন অবস্থানে এদিন উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ কংগ্রেস দলের অন্যান্য নেতৃত্ব। এই কর্মসূচি প্রসঙ্গে এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী সাহা রাজ্য সরকারকে তোপ দেগে বলেন, রাজ্যে অস্বাভাবিক হারে বেড়েছে নারীদের উপর অত্যাচারের ঘটনা। এছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রী ত্রিপুরাকে নেশা মুক্ত রাজ্য গঠনের স্লোগান তুললেও, নেশা কারবারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারছেন না। কারণ নেশা কারবারিদের অধিকাংশই শাসকদলের নেতাকর্মী। তাই রাজ্যকে নেশা মুক্ত রাজ্য গঠন করতে হলে আগে নেশা কারবারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আর এই দাবিতে কংগ্রেসের লড়াই আগামীদিনেও জারি থাকবে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service