জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
রাজ্যের দুস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের পাশে এবারো দাঁড়ালো উমাপদ বর্মন অঞ্জলি বর্মন চ্যারিটেবল ট্রাস্ট। আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তের ৫০ জন দুস্থ মেধাবী ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় এককালীন আর্থিক সাহায্য। একই মঞ্চে আরো ১০ জন ছাত্রছাত্রীরাতে চন্দ্র লাল বর্মনের পরিবার তুলে দিলেন আর্থিক অনুদান। দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের হাতে এককালীন আর্থিক সাহায্য প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।প্রতিবছরের মতো এবারও রাজ্যের একাংশ দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পাশে থাকার ব্রত পালনের লক্ষ্যে এককালীন আর্থিক অনুদান প্রদান করল উমাপদ বর্মন অঞ্জলি বর্মন চ্যারিটেবল ট্রাস্ট। রবিবার আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বাছাই করা ৫০ জন দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর হাতে তুলে দেওয়া হয় এককালীন আর্থিক সাহায্য হিসেবে মাথাপিছু পাঁচ হাজার টাকা। একই মঞ্চে এদিন চন্দ্রলাল বর্মনের পরিবারের তরফেও আরো ১০ জন দুস্থ মেধাবী ছাত্রছাত্রীর হাতে তুলে দেওয়া হয় পাঁচ হাজার টাকা করে। মোট ৬০জন দুস্থ মেধাবী ছাত্র-ছাত্রী এদিন পেলেন এককালীন আর্থিক অনুদান। এদিনের এই আর্থিক সাহায্য প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এছাড়াও ছিলেন সাহিত্যিক মানস দেববর্মন, শিক্ষাবিদ আলপনা সেনগুপ্ত সহ আরো বিশিষ্টজনেরা। এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন উমাপদ বর্মন অঞ্জলি বর্মন চ্যারিটেবল ট্রাস্টের ভূয়ষী প্রশংসা করে বলেন, শুধুমাত্র কেন উমাপদ বর্মন অঞ্জলি বর্মন চ্যারিটেবল ট্রাস্টই দায়িত্ব পালন করবে। বাকিরা কেন এগিয়ে আসবে না। অনেকেরই তো মা বাবা চলে গেছে। তারা চলে যাবার সময় ছেলেমেয়েদের জন্য কিছু না কিছু রেখে গেছেন। উমাপদ বর্মন ও অঞ্জলি বর্মন তাদের স্মৃতি ধরে রাখার জন্য যে ট্রাস্ট তৈরি করে গেছেন, এরকম কাজে কেন সবাই নিজেকে যুদ্ধ করবে না। তিনি আরো বলেন, বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা অনেকেই ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায়। কিন্তু বহু ডাক্তার ইঞ্জিনিয়ারই বাড়িতে ছেলের সাথে নাতি নাতনির সাথে থাকার সুযোগ পাচ্ছেন না। যা খুবই দুর্ভাগ্যের ঘটনা। এরকম ব্যক্তিদের দেখভাল করার জন্য এই ট্রাস্ট একটি প্রতিষ্ঠান গঠন করেছে। এই প্রতিষ্ঠানে এখন অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে।
	রাজ্য
	
উমাপদ বর্মন অঞ্জলি বর্মন চ্যারিটেবল ট্রাস্টের ভূয়ষী প্রশংসায় মানিক
- by janatar kalam
- 2023-07-09
- 0 Comments
- Less than a minute
- 2 years ago

 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	
Leave feedback about this