2024-11-08
agartala,tripura
রাজ্য

শিক্ষার পরিকাঠামো ভেঙ্গে পড়েছে রাজ্যে : মানিক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নিখরচায় ছেলেমেয়েদের কলেজে আর পড়াশোনা করার সুযোগটা থাকলো না। যদিও এবছর মেয়েদের থেকে ফিস নিচ্ছে না। হয়তোবা সামনের বছর থেকে মেয়েরাও ফিস দিতে হবে।কেননা বর্তমান শাসক সরকার শিক্ষাকেউ বেসরকারীকরণের দিকে ঠেলে দিচ্ছে। সারা রাজ্যে কলেজে যেখানে ছাত্র-ছাত্রীর সংখ্যা রয়েছে এক লক্ষের উপরে সেখানে স্থায়ী অধ্যাপক ও অতিথি অধ্যাপক মিলে সর্বমোট রয়েছে মাত্র ৩৫০ জন। এই অবস্থায় শিক্ষার পরিকাঠামো একেবারে নেই বললেই চলে। বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। শনিবার এসএফআই সদর বিভাগীয় কমিটির উদ্যোগে শহীদ ছাত্রনেতা অরুন দেবের ৩৪ তম শহীদান দিবসে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেস টি ইউ জি এস জোট সরকারের সময়কালকে কালো দিনের সঙ্গে তুলনা করেছেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service