জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সিপিআইএম উপজাতি গণমুক্তি পরিষদ ১২দফা দাবি সম্বলিত স্মারক লিপি প্রদান করেছে গন্ডাছড়া মহকুমা ডিসিএম এর কাছে। স্মারকলিপি প্রদানের আগে এক রেলি গন্ডাছড়া সিপিআইএম পাটি অফিস থেকে বেড় হয়ে মহকুমার বাজার পরিক্রমা করেছে। উল্লেখিত দাবিগুলির মধ্যে ছিল অতিসত্বর ভিলেজ নির্বাচন, পাহাড়ে রাস্তা সংস্কার, পরিশ্রুুত পানিয়জল, সরকারি ঘর নিয়ে দল বাজি বন্ধ করা । ডেপুটেশন কালে উপস্থিত ছিলেন গন্ডাছড়ার প্রাক্তন বিধায়ক তথা রাজ্য কমিটির অন্যতম সদস্য ললিত মোহন এিপুরা, গন্ডাছড়া সিপিআইএম পার্টি সম্পাদক ধনঞ্জয় ত্রিপুরা, নারী নেত্রী অর্চনা দাস, প্রাক্তন বিদায়ক সুধন দাস সহ সিপিআইএমের অন্যান্য নেতৃবৃন্দ।
	রাজ্য
	
বার দফা দাবিতে গণমুক্তি পরিষদের ডেপুটেশন
- by janatar kalam
- 2023-07-06
- 0 Comments
- Less than a minute
- 2 years ago

 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	
Leave feedback about this