জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জন্ম হোক যেথায় সেথায়, কর্ম হোক ভালো, কবির এই লাইন দুইটি,আওরালেন কারামন্ত্রী সান্তনা চাকমা। বললেন, মানুষের জন্ম যেখানেই হোক কর্মেই তার পরিচয় হয়। কারা আধিকারিকদের নিজ নিজ দায়িত্ব পালন করতে এই ভাষাতেই নির্দেশ দিলেন মন্ত্রী। রাজ্য সরকারের কারা দপ্তরের উদ্যোগে মঙ্গলবার রাজ্য সরকারি অতিথিশালায় ই- প্রিজন ওয়েব পোর্টালের উপরে তিন দিনের এক কর্মশালার আয়োজন করা হয়। এদিন কর্মশালার উদ্বোধন করেন দফতরের মন্ত্রী সান্তনা চাকমা। এদিন কর্মশালায় উদ্বোধনী বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সান্তনা চাকমা বলেন মানুষের জন্ম যেখানেই হোক কর্মের মাধ্যমেই তার পরিচয় ঘটে। সুতরাং নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করে কারা দপ্তরের সমস্ত কর্মীরা এই রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সচেষ্ট হতে হবে। মুখে শুধু বড় বড় কথা বললেই হয় না কাজের মাধ্যমে তার যোগ্যতার প্রমাণ হয়। সুতরাং সরকারি দপ্তরের দায়িত্ব হিসেবে প্রতিটি কর্মচারী আধিকারী নিষ্ঠা সহকারে পালন করলেই দপ্তরের তথা রাজ্যের উন্নয়ন সম্ভব। এদিন মন্ত্রী সান্তনা চাকমা কর্মচারীদের প্রতি আহবান রেখে আরও বলেন, প্রতিটা দপ্তরের এক একটি রুলস রেজুলেশন রয়েছে। সেই রুলস রেজুলেশন অনুযায়ী প্রত্যেক কর্মচারীকে চলতে হবে। তার জন্য নিয়োজিত রয়েছে দপ্তর আধিকারিকরা, দফতর আধিকারিকরাই তার নিচু তোলার কর্মচারীদের কাজকর্মের তদারকি সঠিকভাবে করতে হবে। ৪ জুলাই থেকে ৬ জুলাই পর্যন্ত সরকারি অতিথি শালায় এই পোর্টালের এই কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালার মাধ্যমেই দফতরের কর্মীদের দক্ষ করে তোলা হবে বলে জানিয়েছেন আধিকারিকরা। এদিনের কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব তাপস রায় সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।
	রাজ্য
	
মুখে ভাষণবাজি নয় ,কর্মেই তার যোগ্যতার প্রমাণ হয়: সান্তনা
- by janatar kalam
- 2023-07-04
- 0 Comments
- Less than a minute
- 2 years ago

 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	
Leave feedback about this