2024-11-25
agartala,tripura
রাজ্য

স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান মন্ত্রী সুশান্ত চৌধুরীর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
রাজ্যের নির্বাচনোত্তর পরিস্থিতিতে ব্লাড ব্যাংক গুলিতে অনেকটা রক্তের স্বল্পতা দেখা দেয়। এতে করে ব্যাহত হয় মুমূর্ষ রোগীদের চিকিৎসা পরিষেবা। এই অবস্থায় ব্লাড ব্যাংকের রক্ত স্বল্পতা দূর করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠন থেকে শুরু করে প্রত্যেকের কাছে স্বেচ্ছায় রক্তদান এগিয়ে আসার আহ্বান জানান। মুখ্যমন্ত্রীর এই আহবানে সাড়া দিয়ে প্রায় প্রতিদিনই রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে সংঘটিত হচ্ছে স্বেচ্ছা রক্তদান শিবির। মানবতার শ্রেষ্ঠ এই কর্মসূচিতে এবার এগিয়ে এলেন বনমালীপুর এলাকার বাণিজ্যিক প্রতিষ্ঠান বাপ্পিরাজ ফার্নিচার। শনিবার প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ের প্রাঙ্গণে আয়োজন করা হয় এক স্বেচ্ছা রক্তদান শিবির। মহতী এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, বিশিষ্ট সমাজসেবী রাজিব ভট্টাচার্য, স্থানীয় কর্পোরেটর হিমানি দেববর্মা সহ আরো বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করে এদিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, মানব ধর্ম পালনের একটা অঙ্গ হলো রক্তদান। যার কোন বিকল্প নেই। বিজ্ঞানীরা অনেক চেষ্টা করেছেন রক্তের বিকল্প আবিষ্কার করতে। কিন্তু এখনো সম্ভব হয়নি। এই অবস্থায় মানুষের দান করা রক্তেই একজন মুমূর্ষ রোগীদের প্রাণ বাঁচে। তাই রাজ্যের মানুষের কথা চিন্তা করে ব্যবসার পাশাপাশি আগামী দিন আরো সামাজিক কর্মকান্ডে এগিয়ে আসার জন্য আহ্বান জানান তিনি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service