2024-12-16
agartala,tripura
রাজ্য

রথকান্ডে বিচার বিভাগীয় তদন্ত চেয়েছে মানিক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কুমারঘাটে রথকাণ্ডে হাইকোর্টের একজন বিচারপতি দিয়ে বিচার বিভাগীয় তদন্ত চেয়েছে সিপিআইএম পলিট ব্যুরো সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। শনিবার জিবি হাসপাতালে রথ কাণ্ডে আহতদের দেখে আহত ও নিহতদের পরিবার-পরিজনদের প্রতি গভীর শোক জ্ঞাপন করে এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সঠিক তদন্তের দাবি তুলেছে। প্রসঙ্গত প্রাক্তন মন্ত্রী তপন চক্রবর্তী বামফ্রন্ট চেয়ারম্যান নারায়ণ কর সহ ৩ সদস্যের এক প্রতিনিধি দল কুমারঘাটে নিহত ও আহতদের পরিবার-পরিজনদের সাথে দেখা করেছিলেন।সেদিন মানিক সরকার বলেছিলেন ঘটনা বড়ই মর্মান্তিক। এই জায়গায় দাঁড়িয়ে কোন মন্তব্য করা ঠিক হবে না। জিবি হাসপাতালেও মানিক সরকার কোনও মন্তব্য করেনি। শেষ পর্যন্ত সিপিআইএম সদর দপ্তরে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে মানিক সরকার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন। এদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার নিহতদের পরিবার পিছু একজনকে সরকারি চাকরি ও আহতদের চিকিৎসার ব্যয়ভারের পাশাপাশি কর্মক্ষম হওয়ার আগ পর্যন্ত আর্থিক সহায়তার দাবিও জানিয়েছেন। একই সঙ্গে ক্লাস টুয়েলভ পর্যন্ত ছেলে মেয়েদের পড়াশুনা ভরণপোষণ, পোশাক পরিচ্ছদ দেয়ারও দাবি তুলেছেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service