2024-11-08
agartala,tripura
রাজ্য

ঋষি দাসপাড়া গড়ে উঠবে আবাসন : মনিকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- তপশিলি জাতিভুক্ত দরিদ্র অংশের মানুষের মাথা গোজার ঠাই হিসেবে ঋষি দাসপাড়া গড়ে উঠবে সরকারি আবাসন। প্রধানমন্ত্রীর তপশিলি জাতি কল্যাণ যোজনায় আগামী অর্থ বর্ষে দশকানি জায়গার উপর এই আবাসন তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। যার ফলে উপকৃত হবে প্রায় ৫০০ টি পরিবার। জানিয়েছেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের সাউথ জোনের অন্তর্গত সাতটি ওয়ার্ডের উন্নয়নমূলক কাজকর্ম ঘুরে দেখলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। সাথে ছিলেন সাউথ জোনের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক, মেয়র পারিষদ ,বাপি দাস ,কর্পোরেটর প্রসেনজিৎ লোধ সহ অন্যান্যরা । ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত আরও জানান ,জরুরী ভিত্তিতে যে কাজগুলি আগে করা দরকার সেই কাজগুলি আগে করা হবে ।এদিন আগরতলা পুরনিগমের ৪১, ৪২, ৪৮ ,২৬ ২৭,২৮ এবং ৩০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থান পরিদর্শন করেছে প্রতিনিধি দলটি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service