2024-11-24
agartala,tripura
রাজ্য

মহাসমারোহে রাজ্যেও পালিত হল রথযাত্রা উৎসব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শুধু ত্রিপুরাতে নয় সারা পৃথিবীতে এখন রথযাত্রার উৎসব অনুষ্ঠিত হয়। ভারতবর্ষের দৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য ও ভাবধারাকে সারা বিশ্বের মাঝে তুলে ধরেছে ইসকন। বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা। সারা বিশ্ব তথা দেশের সঙ্গে ত্রিপুরায়ও রাজধানী আগরতলা শহরসহ মেলাঘর, সোনামুড়া, উদয়পুর এবং বিভিন্ন জেলা মহকুমা ও গ্রামীণ এলাকাগুলোতে মহাসমারোহে আয়োজিত হয়েছে রথযাত্রার উৎসব। আগরতলায় পৃথক পৃথক ভাবে রথযাত্রার আয়োজন করেছে জগন্নাথ জিও মন্দির ও ইসকন মন্দির। জগন্নাথ বাড়ি থেকে রথযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করেছে। তেমনি ইসকন মন্দির থেকে জগন্নাথ বলদেব ও সুভদ্রা পৃথক পৃথক তিনটি রথে করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে গণ্ডিচা মন্দিরে মাসির বাড়িতে যায়। আগরতলায় ইসকন মন্দিরের রথযাত্রা উৎসবের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। ডা : সাহা, ইসকন ভক্তবৃন্দের সামনে বক্তব্য রাখতে গিয়ে বলেন ইসকনের দৌলতে সারা বিশ্বে আজ রথযাত্রার উৎসব উদযাপিত হচ্ছে।ভারতবর্ষের দৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য ও ভাবধারাকে ইসকন নিয়ে পৌঁছেছে সারা বিশ্বের দরবারে।মুখ্যমন্ত্রী দিন আরও বলেন, রথযাত্রার মাধ্যমে ভগবানকে যেমন এগিয়ে নিয়ে যায়, তেমনি মানুষও আস্তে আস্তে উন্নয়নের দিকে এগিয়ে যায়। রথযাত্রার উৎসবের মতই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সবকা সাত সব কা বিকাশ কর্মসূচির রূপায়ণ করে চলেছেন। ধর্মকে না মানলে মানুষের উন্নয়ন হয় না। তাই ধর্মকে প্রাধান্য দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। এদিকে মেলাঘর এর ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব দেখতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ গিয়ে ভিড় জমিয়েছে।সোমবার বিকেলে মুখ্যমন্ত্রী মেলা ঘরের রথযাত্রার উৎসব ও মেলার সূচনা করেছিলেন। এছাড়াও সোনামুড়া, উদয়পুর, বিলোনিয়া, সাবরুম, অমরপুর, তেলিয়ামুড়া, খোয়াই , ঊনকোটি জেলার কৈলাশহর, ধর্মনগর, কুমারঘাট সমস্ত জায়গা থেকে রথযাত্রা উৎসব পালনের খবর এসেছে। তবে রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিভিন্ন স্থানে সাত দিনব্যাপী পালিত হবে এই উৎসব। এ উপলক্ষে নানা সামাজিক কর্মসূচি হাতে নিয়েছে ধর্মীয় প্রতিষ্ঠানগুলি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service