2024-11-24
agartala,tripura
রাজ্য

নরেন্দ্র মোদি সরকারের নয় বছরে মানুষের প্রভূত আর্থিক উন্নয়ন হয়েছে : প্রতিমা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বর্তমানে সুশাসন ও গরিব কল্যাণের একটি সরকার চলছে। এই সরকারের আমলে মানুষের আর্থিক উন্নয়নের পাশাপাশি উন্নয়ন হয়েছে দেশের পরিকাঠামোর যার ফলে সাধারণ গৃহিণী মহিলারাও খুঁজে পেয়েছে রোজগারের পথ।প্রধানমন্ত্রী নয় সাল বেমিশাল কর্মসূচি নিয়ে গোটা রাজ্য চষে বেড়াচ্ছেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।ত্রিপুরায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার জনসভার মাধ্যমেই মূলত ২০২৪ লোকসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। গত একমাস ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনকালের নয় বছরের কর্মসূচি প্রচারে কাল ঘাম ঝড়াচ্ছে প্রদেশ বিজেপি নেতৃত্বরা। রাজ্য মন্ত্রিসভার মন্ত্রী বিধায়কদের পাশাপাশি সাতটি মোর্চার সভাপতি এক কেন্দ্রীয় মন্ত্রী দুই সংসদ দিবারাত্র প্রচারে ঝড় তুলে চলেছে। বিশেষ করে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক একেবারে তৃণমূল স্তরে গিয়ে পৌঁছেছে। মঙ্গলবার প্রতিমা ভৌমিক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে মহিলাদের সাথে মিলিত হয়েছে বাধারঘাট বিধানসভা কেন্দ্রে। এই কেন্দ্রের নির্বাচিত বিধায়িকা মিনা রানী সরকার ও অন্যান্য কার্যকর্তারা এদিন মোদিজীর নয় সালের কার্যক্রম নিয়ে আলোচনা শুনেন। এখানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকারের নয় বছরে মানুষের প্রভূত আর্থিক উন্নয়ন হয়েছে। সরোজগাড়ি হয়েছে সাধারণ মানুষ। শ্রীমতি ভৌমিক আরও বলেন, সাধারণ মানুষের আর্থিক উন্নয়নের পাশাপাশি পরিকাঠামোগত দিক দিয়ে সবচেয়ে বেশী উন্নত হয়েছে ত্রিপুরা রাজ্যের। যোগাযোগ ব্যবস্থায় ত্রিপুরা এখন অনেক দূর এগিয়ে গিয়েছে। এ দিনের আলোচনা চক্রে মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। বাধারঘাট বিধানসভা কেন্দ্রে গত নয় বছরে প্রভূত উন্নয়ন হয়েছে। আগামীতে আরও ব্যাপক উন্নয়নের পরিকল্পনা নিয়েছে এই কেন্দ্রের বিধায়িকা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service