2024-12-20
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

সিদ্ধান্ত নিতে পারেনা মুখ্যমন্ত্রী: অনিমেষ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টিআইএসএফ ছাত্রছাত্রীদের ওপর পুলিশি আক্রমণের নিন্দা জানিয়েছে তিপরা মথা। একই সঙ্গে মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা বলেন, হা হু করে প্রশাসন চালানো যায় না। তার জন্য প্রয়োজন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে অনিমেষ দেববর্মা এতদিন শাসকদলের সাথে মিলেমিশে থাকলেও এবার ক্ষুব্দ হয়ে বিষেদাগার করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহার বিরুদ্ধে। বলেন অধ্যাপক ডাক্তার মানিক সাহা নিজের কোনও সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা নেই। আর যাদের মতামত নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন, তাদেরও সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা নেই। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা, রোমান হরফে ককবরক স্ক্রিপ্ট এর দাবিতে আন্দোলনরত ছাত্র ছাত্রীর উপর আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছেন। বিরোধী দলনেতা বলেন, রাজ্যে কোন গণতান্ত্রিক আন্দোলন করা যাচ্ছে না মানিক সাহার শাসনকালে। যারাই আন্দোলনে আসছে তাদের উপর পুলিশ ঝাঁপিয়ে পড়ছে অথবা পুলিশকে লেলিয়ে দেওয়া হচ্ছে। সিদ্ধান্তহীনতায় ভুগছে রাজ্যের মুখ্যমন্ত্রী। এইভাবে রাজ্য শাসন করা যায় না। এটা সাধারণ মানুষ বুঝতে পারছে |ক্ষুব্ধ বিরোধী দলনেতা অনেকটা ব্যঙ্গ স্বরে বলেন, হা হু করে রাজ্য চালানো যায় না , রাজ্যের মুখ্যমন্ত্রীকে কোন কিছু প্রশ্ন করলেই শুধু হাঁ হু করে এড়িয়ে চলে যাচ্ছে। এটা একজন মুখ্যমন্ত্রীর কাছে প্রত্যাশিত নয়। অনিমেষ দেববর্মা এদিন ১০৩২৩ জন শিক্ষক-শিক্ষিকাদের নিয়েও রাজ্য সরকারের প্রতি খুব প্রকাশ করেছেন। বলেন, সরকার ১০৩২৩ শিক্ষক শিক্ষিকাদের বঞ্চিত করে রেখেছে। আমি তাদের সাহায্য করব। শ্রী দেববর্মা ১০৩২৩ শিক্ষক শিক্ষিকাদের তথ্য দেওয়ার জন্য অনুরোধ জানান। বিরোধী দলনেতা সরকারি চাকরিতে পিআরটিসি বাধ্যতামূলক না করা নিয়েও সরকারের বিরুদ্ধে তীব্র খুব প্রকাশ করেছেন।বলেন পিআরটিসি বাধ্যতামূলক না করার ফলে, বহির রাজ্যের ছেলে মেয়েরা এসে টি পিএসসি পরীক্ষা দিয়ে দিব্যি চাকরি করছে। এই যদি হয় রাজ্যের অবস্থা? তাহলে কোথায় যাবে রাজ্যের ৮-৯ লক্ষ বেকার। বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা, এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীকে তীব্র হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে যাতে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত গ্রহণ করে রোমান হরফে ককবরক স্ক্রিপ্ট লেখার অনুমোদন পেশ করে। নতুবা পরিস্থিতি আরও খারাপের দিকে ধাবিত হতে পারে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service