2024-12-17
agartala,tripura
রাজ্য

ফিজিওথেরাপিস্ট নিয়োগের দাবিতে সরব বেকাররা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের প্রতিটি জেলা মহকুমা হাসপাতালে ফিজিওথেরাপিস্ট নিয়োগের দাবিতে সরব হয়েছে অল ত্রিপুরা আনএমপ্লয়েড ফিজিওথেরাপিস্ট ফোরাম। বৃহস্পতিবার ফোরামের পক্ষ থেকে এক প্রতিনিধি মূলক ডেপুটেশনে মিলিত হয় স্বাস্থ্য অধিকর্তার সাথে। তাদের দাবি যাতে ফিজিওথেরাপিস্টদের শূন্য পদ গুলি অবিলম্বে পূরণ করার উদ্যোগ গ্রহণ করে দপ্তর। তাহলে রাজ্যের বেকার ফিজিওথেরাপিস্টদের অনেকেই সরকারি চাকরির সুযোগ পাবে। ডেপুটেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেকার ফিজিওথেরাপিস্টরা জানায়, স্বাস্থ্য অধিকর্তা খুব দ্রুত তাদের দাবি সনদ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন। এমনিতেও সরকার কিছু শূন্যপদ পূরণের লক্ষ্যে অর্থ দপ্তরের অনুমোদনের জন্য পাঠিয়েছে। অর্থ দপ্তরের অনুমোদন এসে গেলেই সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service