জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কেন্দ্রীয় ও রাজ্য সরকার রাজ্যের রেল সম্প্রসারণের নামে গলা ফাটালেও, আসলে কাজের কাজ কিছুই হয়নি। রাজ্যে রিক্রুটমেন্ট বোর্ড গঠন করার কথা ছিল রেল দপ্তরের, যার মাধ্যমে প্রচুর সংখ্যক বেকার যুবক-যুবতীর চাকরির ব্যবস্থা হতে পারত। তার কোন অগ্রগতি লক্ষ্য করা যায় না বর্তমান সরকারের সময়। পাশাপাশি কথা ছিল রাজ্যে আলাদা রেল ডিভিশন স্থাপন করার, সেটারও কোনো অগ্রগতি হয়নি। উপরন্তু রাজ্য থেকে রাজধানী এক্সপ্রেস তুলে নেওয়া হয়েছে, একইভাবে শিলচর টু ধর্মনগর প্রতিদিন রেল যাতায়াত ছিল সেখানে বর্তমানে সপ্তাহে মাত্র তিন দিন রেল চলাচল করছে। বিগত বামফ্রন্ট সরকারের আমলে রাজ্যে বিকল্প রেললাইন স্থাপনের দাবি জানানো হয়েছিল কেন্দ্রীয় সরকারকে। তৎকালীন সরকার রাজীও হয়েছিল কিন্তু বর্তমান সরকারের আমলে বিকল্প রেল লাইনের কোন নাম গন্ধ নেই। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এই অভিযোগ করেন সিআই টিইউ রাজ্য সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী মানিক দে।
রাজ্য
রেল সম্প্রসারনের নামে ধোঁকা দিচ্ছে ডাবল ইঞ্জিন সরকার:মানিক
- by janatar kalam
- 2023-06-13
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this