জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নয় বছর শাসনে দু ধরনের ডেভলপমেন্ট হয়েছে রাজ্যে। একদিকে যেমন মানুষের ব্যক্তিগতভাবে উন্নয়ন হয়েছে, অপরদিকে উন্নয়ন হয়েছে পরিকাঠামোর। বললেন, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকারের নয় বছর পূর্তিতে মাস ব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে প্রদেশ বিজেপি। এই কর্মসূচির অঙ্গ হিসেবে প্রায় সারা রাজ্য চষে বেড়াচ্ছে প্রদেশ বিজেপি নেতৃবৃন্দ সহ মন্ত্রী বিধায়করা। রাজ্যের দুই সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকও গোটা রাজ্যের গ্রাম পাহাড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মসূচি গুলি নিয়ে ব্যাপক প্রচার অভিযান ও জনসংযোগ কর্মসূচি রূপায়ণ করে চলেছে। সোমবার বড়জলা বিধানসভা কেন্দ্রে জনসংযোগ কর্মসূচিতে যোগ দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক ও এই কেন্দ্রের বিজিত প্রার্থী ডা: দিলীপ দাস। এদিন বাড়ি বাড়ি প্রচারের পাশাপাশি একটি টিফিন বৈঠক অনুষ্ঠিত হয় এই কেন্দ্রে। এখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রীমতি ভৌমিক বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনে ত্রিপুরা রাজ্য তথা উত্তর পূর্বাঞ্চলের প্রভূত উন্নয়ন হয়েছে।যার প্রতিফলন সাধারণ মানুষের মুখে মুখে। শ্রীমতি ভৌমিক এদিন আরও বলেন , ২০২৪ সালে লোকসভা নির্বাচনে রাজ্যের গ্রাম পাহাড়ের মানুষ ফের মোদীজিকে দেখতে চায়। প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল গুলিতে জনজাতি মা-বোনেরা মোদিজীর উন্নয়নে ভেজায় খুশি। বলেন মোদীজি ফের কেন্দ্রের প্রধানমন্ত্রী হলে রাজ্যের উন্নয়ন অনায়াসেই হয়ে যাবে। উন্নয়ন হবে রাজ্যের মা-বোনদের। এ দিনের জনসংযোগ কর্মসূচিতে বড় জলা বিধানসভা কেন্দ্রের গণদেবতাদের উপস্থিতি ব্যাপক হারে পরিলক্ষিত হয়। ২০২৪ লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিপুল সংখ্যক ভোট মোদিজীর নামে উৎসর্গ করতে দৃঢ় সংকল্পবদ্ধ মানুষ।
রাজ্য
জনজাতি মা-বোনেরা চাইছে ২৪শে ফের মোদি সরকার:প্রতিমা
- by janatar kalam
- 2023-06-12
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this