জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নেভার মাধ্যমে বিধানসভায় সময় যেমন কম লাগবে, তেমনি পেপারলেস বিধানসভায় সাশ্রয়ও হবে অনেক। পুরো ডিজিটাল হয়ে যাবে বিধানসভা অধিবেশন। বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা। শুরু হয়েছে রাজ্য বিধানসভার সদস্য সদস্যাদের ডিজিটাল ট্রেনিং।যার নামকরণ করা হয়েছে নেভা। অর্থাৎ ন্যাশনাল ই বিধানসভা এপ্লিকেশন। কার্যত সোমবার থেকেই বিধানসভা পরিচালনা হবে ডিজিটাল ভাবে। এক কথায় বিধানসভা হবে পেপার লেস। কাগজে-কলমে বিধানসভায় আর কোন প্রশ্ন উত্তর পর্ব চলবে না। সমস্ত কিছু হবে ডিজিটাল ভাবেই। ১২ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত এই ট্রেনিং কর্মসূচি চলবে বিধানসভা ভবনে। ডিজিটাল এই ট্রেনিং কর্মসূচিতে অংশগ্রহণ করার বিধান রয়েছে সমস্ত নির্বাচিত সদস্য সদস্যাদের। সোমবার উদ্বোধনী পর্বে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা সহ প্রায় সকল সদস্য সদস্যাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা বলেন, ই বিধানসভার মাধ্যমে বিধানসভার সময় যেমন কম লাগবে তেমনি সাশ্রয় হবে অর্থের। মুখ্যমন্ত্রী এদিন বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লক্ষ্য ছিল গোটা ইন্ডিয়াকে ডিজিটাল করে তোলা। সেই লক্ষ্য ও ইচ্ছা অনুসারে ত্রিপুরা বিধানসভাও ডিজিটাল করা হল। একই সঙ্গে রাজ্যের সমস্ত অফিস আদালত ডিজিটালি পরিষেবায় চলবে। এদিন ট্রেনিং কর্মসূচির সূচনা লগ্নে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা রাজ্য সরকারের এই উদ্যোগের ভুয়সি প্রশংসা করেছেন। বলেন, পেপারলেস বিধানসভার ক্ষেত্রে ত্রিপুরা যেন ভারতবর্ষের মধ্যে অগ্রণী ভূমিকা গ্রহণ করে সেদিকেই আমরা এগিয়ে যাব। এদিনের ট্রেনিং কর্মসূচির উদ্বোধনী মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, বরিষ্ঠ মন্ত্রী রতনলাল নাথ। উপাধক্ষ্য রামপ্রসাদ পাল, প্রাক্তন অধ্যক্ষ রতন চক্রবর্তী, মুখ্য সচেতক কল্যাণী রায় প্রমূখ।
রাজ্য
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লক্ষ্য গোটা ইন্ডিয়াকে ডিজিটাল করে তোলা : মুখ্যমন্ত্রী
- by janatar kalam
- 2023-06-12
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this