2024-12-14
agartala,tripura
রাজ্য

রাজ্যেও বাস্তবায়ন হল জাতীয় শিক্ষানীতি উপকৃত ছাত্রছাত্রীরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যেও বাস্তবায়ন করা হল জাতীয় শিক্ষানীতি ২০২০। আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা। বলেন, এই শিক্ষানীতি চালুর ফলে এক হয়ে গেল সারা দেশের শিক্ষা ব্যবস্থা। উপকৃত হবে রাজ্যের ছাত্র-ছাত্রীরা। বিরোধীদের বিরোধিতা, প্রতিবাদ, আন্দোলনকে উপেক্ষা করেই, শুক্রবার থেকে রাজ্য চালু হয়ে গেল জাতীয় শিক্ষানীতি ২০২০। প্রাথমিক পর্যায়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে তা লাগু করা হয়েছে। পর্যায়ক্রমে বিদ্যালয় স্তরেও এই শিক্ষানীতিকে কার্যকর করা হবে। যার ফলে উপকৃত হবে রাজ্যের হাজার হাজার ছাত্রছাত্রী। এখন থেকে আর রাজ্যের ছাত্রছাত্রীরা উচ্চ শিক্ষার জন্য বহিরাজ্যে গিয়ে বে খাপ্পায় পড়তে হবে না। সহজেই বহির রাজ্যের শিক্ষা ব্যবস্থার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারবে। প্রসঙ্গত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভারতবর্ষের আদি শিক্ষা ব্যবস্থার প্রসঙ্গ বিচার বিশ্লেষণ করেই জাতীয় শিক্ষানীতি 2020 তৈরি করে সারা দেশে তা লাগু করার জন্য গুরুত্ব আরোপ করেছে। এই নীতি চালু করার পর থেকেই গোটা দেশে বিরোধী রাজনৈতিক দলগুলি তোলপার শুরু করে দিয়েছিল। কারণ হিসেবে দেখিয়েছিল, জাতীয় শিক্ষানীতি চালু করলে নাকি? বিরাট ক্ষতির সম্মুখীন হবে ছাত্রছাত্রীরা। বাস্তবে যে বিরোধীদের বিরোধিতা শুধুমাত্র বিরোধিতা করার জন্যই সেটাকেই প্রমাণ করে ছাড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই দেশের অনেক বড় বড় রাজ্য কর্ণাটক মধ্যপ্রদেশ ছত্রিশগড় সহ বহু জায়গায় জাতীয় শিক্ষানীতি ২০২০ লাগু হয়ে গিয়েছে। ত্রিপুরা রাজ্য সরকারও শুক্রবার থেকে উচ্চ শিক্ষা স্তরে এই শিক্ষানীতি বাস্তবায়ন করেছে। বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা। রাজ্য সরকারের উচ্চ শিক্ষা দফতরের উদ্যোগে রাজধানীর টাউনহলে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক ডা: মানিক সাহা বলেন , আমি অত্যন্ত খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জাতীয় শিক্ষানীতি ২০২০ লাগু করতে পেরে। কেননা এখান থেকে শিক্ষা গ্রহণ করে যখন আমাদের ছেলেমেয়েরা বহির রাজ্যে উচ্চ শিক্ষার জন্য যাবে, তখন আর তাদের কোন অসুবিধায় পড়তে হবে না। মুখ্যমন্ত্রী এদিন সাংবাদিকদের এক প্রশ্নোত্তরে জানান, রাজ্যে এই মুহূর্তে চিকিৎসক এবং নার্সদের কিছুটা ঘাটতি রয়েছে।যে কারণে সমস্ত চিকিৎসা কেন্দ্রে একই সঙ্গে চিকিৎসক ও নার্সের ঘাটতি পূরণ করা সম্ভব হচ্ছে না। তবে সরকার রিভিউ বৈঠকে বসছে, চেষ্টা চালিয়ে যাচ্ছে কি করে এই সমস্যা থেকে বেরিয়ে আসা যায়। প্রসঙ্গত আগামী ১১ই জুলাই স্বরাষ্ট্রমন্ত্রীর ডাকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা, দিল্লিতে যাচ্ছেন ডিজিস্টার ম্যানেজমেন্টের উপর আলোচনায় অংশ নিতে। টাউন হলে আয়োজিত এদিনের বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের শিক্ষা সচিব, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, এমবিবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গণ সহ উচ্চশিক্ষা দপ্তরের অন্যান্য আধিকারিকরা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service