জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২০২৪ লোকসভা নির্বাচনের ঢাকে কাঠি দিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। গত লোকসভা নির্বাচনে ৩০৩ টি আসন পেয়েছিল বিজেপি, এবারের নির্বাচনে এই সংখ্যাটা ছাড়িয়ে যে কোথায় যাবে সেটা বলা মুশকিল। বললেন অধ্যাপক ডা: মানিক সাহা। রাজ্য বিধানসভা নির্বাচনের পরেই বিজেপি ফের ক্ষমতায় এসে একপ্রকার শুরু করে দিয়েছে ২০২৪ লোকসভা নির্বাচনের প্রস্তুতি। প্রায় প্রতিদিন রাজ্যব্যাপী চলছে সাংগঠনিক বৈঠক।সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 9 বছর কার্যকালের উন্নয়ন কাজের বিবরণ নিয়ে সারা দেশের সঙ্গে রাজ্যব্যাপী প্রচারে নেমেছে দলের মন্ত্রী বিধায়ক ও সংসদরা। মাসব্যাপী কর্মসূচির প্রথম পর্বে চলেছিল প্রদেশ বিজেপির সাংগঠনিক স্তরে বিভিন্ন কার্যকারিনী বৈঠক। একেবারে তৃণমূল স্তর থেকে রাজ্যস্তর পর্যন্ত সাংগঠনিক সভায় ইতিমধ্যেই শেষ করেছে প্রদেশ বিজেপি।সম্প্রতি শুরু হয়েছে প্রদেশ বিজেপির অঙ্গ সংগঠন সাতটি মোর্চার কার্যকারিনী বৈঠক।শুক্রবার অনুষ্ঠিত হয়েছে প্রদেশ বিজেপি এসসি মোর্চার কার্যকারিনী বৈঠক। এই বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা বলেন, প্রদেশ বিজেপির সঙ্গে সঙ্গে সংগঠনের যে সাতটি মোর্চা রয়েছে তাদেরও সমগুরুত্ব দিয়ে সাংগঠনিক শক্তি মজবুত করছে বিজেপি। এই বৈঠকের মাধ্যমেই মূলত ২০২৪ লোকসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়েছে।এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি এসসি মোর্চার রাজ্য সভাপতি টোটন দাস বলেন , ২০২৪ সালে যে লোকসভা নির্বাচন আসছে, সেই নির্বাচনে রাজ্যের দুটি লোকসভা আসন গতবারের চেয়েও বেশি ভোটে জয়ী হওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে সাংগঠনিক তৎপরতা চালিয়েছে বিজেপি ও তার অঙ্গ সংগঠনগুলি। এ দিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিজেপি প্রদেশ সম্পাদক অমিত রক্ষিত, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, মন্ত্রী টিংকু রায় সহ প্রদেশ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ।
রাজ্য
২০২৪ লোকসভা নির্বাচনে ৩০৩ ছাড়িয়ে যাবে বিজেপি : মুখ্যমন্ত্রী
- by janatar kalam
- 2023-06-09
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this