জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রোমান হরফে ককবরক ভাষা লেখার দাবিকে নৈতিকভাবে সমর্থন জানিয়েছে খুমলুঙ প্রেস ক্লাব এবং ত্রিপুরা ইন্ডিজিয়াস পিপলস প্রেস এসোসিয়েশন ও তিপ্রাসা ফটো মিডিয়া অ্যাসোসিয়েশন। শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিতএক সাংবাদিক বৈঠকে এই সংবাদ জানান, খুমলুঙ প্রেসক্লাবের সম্পাদক রঞ্জিত দেববর্মা। একই সঙ্গে শ্রী দেববর্মা ককবরক সংবাদ মাধ্যমগুলির প্রতি আহ্বান রেখে বলেন, যে কোন সংবাদ পরিবেশন এর সময় যেন সৌজন্যতা বজায় রেখে পরিবেশন করা হয়। নতুবা বিশ্রী সংবাদ পরিবেশনের মাধ্যমে কুলসিত হতে পারে সমাজ। এ জাতীয় সংবাদ বন্ধের জন্য আহ্বান রেখেছেন সকলের প্রতি।
রাজ্য
রোমান হরফে ককবরক ভাষার দাবিতে সমর্থন
- by janatar kalam
- 2023-06-09
- 0 Comments
- Less than a minute
- 2 years ago

Leave feedback about this