জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- তীব্র দাবদাহে স্বস্তির বৃষ্টির বজ্রপাতে বিশালগড় মহকুমায় নিহত হয়েছে এক ব্যক্তি ও আহত হয়েছে আরও ৬ জন। বৃহস্পতিবার দুপুরে এ খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন এলাকার বিধায়ক সুশান্ত দেব। সংবাদে প্রকাশ বজ্রপাতে আহত গোলাঘাটি এলাকার বাদল দেখে হাসপাতালে নিয়ে আসলেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেছে। অন্যান্যদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য হাঁপানিয়া হাসপাতালে রেফার করা হয়।আহতরা হলেন দক্ষিণ চাম্পামুড়া এলাকায় চন্দন দেবনাথ, অরবিন্দ নগর এলাকার কুসুম বিবি , অরবিন্দ নগর এলাকায় জেবিন চৌধুরী, নোয়াপাড়া এলাকায়, বাসন্তী সাহা , জাঙ্গালিয়া এলাকার পবিত্র দাস, পূর্ব লক্ষ্মী বিল এলাকায় সৌমিত্রা সরকার | মহকুমা শাসক বিনয় ভূষণ দাস, সিপাহীজলা বিজেপির জেলা উত্তরের সভাপতি গৌরাঙ্গ ভৌমিক সহ অন্যান্যরা । বিধায়ক এ দিন প্রতিটি আহত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।
রাজ্য
বজ্রপাতে নিহত আহতদের দেখতে হাসপাতালে সুশান্ত
- by janatar kalam
- 2023-06-08
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this