2024-12-20
agartala,tripura
রাজ্য

বিজেপি জোট সরকারের কাছে “বিপিএল” রেশন কার্ড এবং সরকারি ঘর পাওয়ার জন্য দাবী মঙ্গলেশ্বরী দেববর্মার

বিগত সরকারের আমলে “বিপিএল” কার্ড ও সরকারী ঘর পাওয়ার জন্য কাতর ভাবে আবেদন জানালেও মঙ্গলেশ্বরী দেববর্মার কপালে জোটে নি “বিপিএল” রেশন কার্ড ও সরকারী ঘর । কিন্তু জব কার্ড থাকাতে বর্তমান বি-জে-পি জোট সরকারের আমলে যদিও রেগার কাজ পাচ্ছেন । সংবাদে প্রকাশ, চাকমাঘাটের অনতিদূরেই রঙ্গিয়াটিলা শিবিরে বসবাস করেন মঙ্গলেশ্বরী দেববর্মা । মা ও ছেলে দু’জনের সংসার। রেশন কার্ড বর্তমানে “এপিএল ” ভোক্ত। মঙ্গলেশ্বরী দেববর্মা জানান— “বর্তমান বিজেপি জোট সরকারের কাছে “বিপিএল” রেশন কার্ড এবং সরকারি ঘর পাওয়ার জন্য দাবি জানান”। উল্লেখ্য, মঙ্গলেশ্বরী দেববর্মার কুঁড়ে ঘরটির অবস্থা খুবই করুন, যা ঘরের ভিতরে প্রবেশ করলেও সূর্যের আলো দেখতে পাওয়া যায় । বর্তমান জোট সরকারের আমলে “এপিএল “ভোক্তাদের মতোই রেশন সামগ্রী পাচ্ছেন । তাই মঙ্গলেশ্বরী দেববর্মা সরকারের কাছে “বিপিএল” রেশন কার্ড ও সরকারি ঘর পাওয়ার জন্য দাবি জানান ।।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service