2024-12-16
agartala,tripura
রাজ্য

দুর্ঘটনা গ্রস্থদের পাশে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দুর্ঘটনা ছোট হোক আর বড়ই হোক, খনিকেই আতকে ওঠে দুর্ঘটনাগ্রস্থরা ও প্রত্যক্ষদর্শীরা। আগরতলা থেকে দলীয় কাজে সোনামুড়া যাওয়ার পথে যান দুর্ঘটনা দেখে নিজ গাড়ি থেকে নেমে পড়েন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। দুর্ঘটনাগ্রস্থদের উদ্ধার করে নিজের গাড়িতে করেই পাঠিয়ে দেন হাসপাতালে। সমাজে আর্ত মানুষের পাশে যারা এসে দাঁড়ায়, তাদেরকেই বলে প্রকৃত জন দরদী বা সমাজসেবী। একজন ভিভিআইপি হয়েও রাস্তায় দুর্ঘটনা দেখে পারেননি এড়িয়ে যেতে। সকালে আগরতলা থেকে দলীয় কাজে সোনামুড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। হঠাৎই নলছড়ের পোয়াং বাড়ি এলাকায় দেখতে পান বাস ও অটো গাড়ির সংঘর্ষ। দুর্ঘটনা দেখেই তৎক্ষণাৎ নিজ গাড়ি থেকে নেমে পড়েন কেন্দ্রীয় মন্ত্রী। সঙ্গে থাকা আরক্ষা কর্মীদের সহায়তায় দুর্ঘটনাগ্রস্থদের উদ্ধার করে নিজের গাড়িতে করে চিকিৎসার জন্য পাঠিয়ে দেন হাসপাতালে। মন্ত্রীর এহেন মানবতা দেখে পথ চলতি মানুষ রীতিমতো থ-বনে যান। মনে হয়েছে যেন উদ্ধার কর্তা হিসেবে দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের এই মানবিকতা দেখে দুর্ঘটনাগ্রস্থ মানুষ জনও তার প্রশংসায় পঞ্চমুখ।প্রসঙ্গত সোনামুড়া থেকে উদয়পুরগামী একটি বাস গাড়ির সঙ্গে নলছর পোয়াং বাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা- একটি অটো গাড়ি সজোরে ধাক্কা লাগে। ঘটনায় অটোতে থাকা সমস্ত যাত্রীরাই অল্পবিস্তার আহত হয়েছে। এ প্রসঙ্গে বাস চালক জানায়, বিপরীত দিক থেকে আসা অটো গাড়িটি প্রায় ৫০-৬০ কিলোমিটার বেগে ছুটছিল।
ঘটনার প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানায় রাস্তায় বাক নিতে গিয়ে দ্রুতগামী অটো গাড়িটি বাসটির সঙ্গে গিয়ে ধাক্কা লাগে। ফলে অটো এবং বাস দুটি গাড়িরই ক্ষতি হয়েছে। তবে দুর্ঘটনায় গুরুতর আহত কেউ নেই। এদিকে ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, যে জায়গায় দুর্ঘটনা গ্রস্থ হয়েছে গাড়িটি, সেই জায়গায় তৎক্ষণাৎ যদি কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক না পৌছাত, তাহলে হয়তো আহতদের হাসপাতালে নিয়ে যেতে গাড়ির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হত। তৎক্ষণাৎ কেন্দ্রীয় মন্ত্রীর গাড়িতে করে হাসপাতালে পৌঁছে যাওয়ার ফলে অনেকটাই রক্ষা পেয়েছে আহতরা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service