জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পেনশন প্রক্রিয়ায় জটিলতা কমাতে হবে। সরকারি চাকরি থেকে অবসরপ্রাপ্তরা যাতে দ্রুত পেনশন পায় সেদিকে নজর দিতে হবে সংশ্লিষ্ট আধিকারিকদের। সরকার দ্রুত এই প্রক্রিয়া সম্পাদন করার উপর গুরুত্ব আরোপ করেছে ।জানালেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। সরকারি চাকরি থেকে অবসরে এলে পেনশন চালু হতে কখনও কখনও এক থেকে দেড় বছর সময় লেগে যায়। এই সময়ে অবসরপ্রাপ্ত কর্মচারীরা নানা সমস্যার সম্মুখীন হয়ে পড়ে। বিশেষ করে বার্ধক্যকালীন রোগভোগে আক্রান্ত পেনশান হোল্ডাররা অফিস, বাড়ি, আর ব্যাংকে দৌড়াদৌড়ি করতে করতে হাঁপিয়ে ওঠে। ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছে তারা। তা শুধুমাত্র সরকারি কর্মচারীদের গাফিলতিতেই হচ্ছে তা নয়, পূর্বতন সরকার যে ধরনের সিস্টেম করে রেখেছিল সেই সিস্টেমে এগোতে গেলে কর্মচারীদের মাথার ঘাম পায়ে ফেলতে হত। বর্তমান রাজ্য সরকারের অর্থ দপ্তর অবসরপ্রাপ্ত কর্মচারীদের কথা মাথায় রেখে অনলাইন পোর্টাল চালু করেছে। যাতে করে অবসরপ্রাপ্ত কর্মচারীরা চাকরি থেকে অবসর যাওয়ার দিনেই নতুন এই পোর্টালে অনলাইনে আবেদন করতে পারে। চট জলদি যাতে তার ন্যায্য পাওনা হাতে পেয়ে যায়। বুধবার ত্রিপুরা সরকারের অর্থ দপ্তরের উদ্যোগে আয়োজিত পেনশন আদালত অনুষ্ঠানে এজাতীয় একটি পোর্টালের আনুষ্ঠানিক সূচনা করে কথাগুলি বললেন অর্থমন্ত্রী প্রণজিত সিংহ রায়। রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী আরও বলেন , কোন কর্মচারী অবসর পাওয়ার দিন থেকেই তার পেনশনের আবেদন করে সময় মত পেনশন গ্রহণ করতে পারবে। সরকারের স্পষ্ট নির্দেশ রয়েছে যাতে করে কোন অবসরপ্রাপ্ত কর্মচারী অবসরে যাওয়ার পর হেনস্থা হতে না হয়। অর্থমন্ত্রী জানান, যারা পুরনো পেনশন হোল্ডার, তারাও নতুন এই পোর্টালে তাদের সমস্ত ডাটা আপলোড করতে পারবে। পাশাপাশি যে কোন অভিযোগ খুব সহসায় সেখানে লিপিবদ্ধ করতে পারবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের অর্থ দপ্তরের সচিব ব্রিজেস পান্ডে, অতিরিক্ত অর্থ সচিব সহ অন্যান্য বিভিন্ন দপ্তর এর উচ্চপদস্থ আধিকারিকরা।
রাজ্য
পেনশনারদের হেনস্তা বরদাস্ত নয় : প্রণজিত
- by janatar kalam
- 2023-06-07
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this