জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সোমবার বিকেলে মজলিশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাণীরগাঁও উচ্চমাধ্যমিক বিদ্যালয় পরিসরের মাঠে ভারতীয় জনতা পার্টির ১০ মজলিশপুর মন্ডলের উদ্যোগে আয়োজিত টিফিন বৈঠকে দলের কার্যকর্তাদের উপস্থিতিতে অংশগ্রহণ করেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী। টিফিন বৈঠকে উপস্থিত দলীয় কার্যকর্তা ও পদাধিকারীদের সামনে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন,
আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-জী’র বলিষ্ঠ নেতৃত্ব ও মার্গ দর্শনে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা-জী’র সুযোগ্য নেতৃত্বে কেন্দ্রে ও রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার কৃষক, দরিদ্র, সুবিধাবঞ্চিত, তরুণ, মহিলা এবং নব্য মধ্যবিত্তদের আকাঙ্খার পূরণ করতে এবং উন্নয়ণ-ভিত্তিক শাসনের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, আমাদের ভারতীয় জনতা পার্টি’র সরকার একটি মজবুত, আত্মনির্ভরশীল, অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ ভারত তৈরি করতে দৃঢ়প্রতিজ্ঞ। আদরণীয় প্রধানমন্ত্রী-জী’র সুযোগ্য নেতৃত্বে এনডিএ সরকার জনকল্যাণমুখী বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের মাধ্যমে ভারতের অগ্রগতিকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। এই উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি লোকসভা আসন থেকে দুজন প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করে প্রধানমন্ত্রী-জীকে আবারো দুটি পদ্মফুল উপহার দেওয়ার জন্য তিনি দলীয় কার্যকর্তাদের কাছে আহ্বান জানান। আজকের এই টিফিন বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মন্ডল সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, জিরানিয়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রতন দাস, রানীবাজার পুর পরিষদের চেয়ারপার্সন অপর্ণা শুক্ল দাস, ভাইস চেয়ারপার্সন প্রবীর কুমার দাস, জিরানিয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপার্সন প্রীতম দেবনাথ, মন্ডল নেতৃত্ব গৌতম মজুমদার, পার্থ সারথি সাহা সহ অন্যান্য নেতৃত্বরা।
রাজ্য
২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী-জীকে আবারো দুটি পদ্মফুল উপহার দিতে হবে : সুশান্ত চৌধুরী
- by janatar kalam
- 2023-06-05
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this