2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

শ্রীনগরে ৫০০ মেট্রিকটন ক্ষমতা সম্পন্ন খাদ্য গুদামের উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
রাজ্যের প্রান্তিক জনপদগুলিতে গণবণ্টন ব্যবস্থায় পণ্য সামগ্রী মানুষ যাতে সহজে পেতে পারেন সেজন্য সরকার অগ্রাধিকার দিয়েছে। তাই রাজ্যে শক্তিশালী করা হচ্ছে গণবন্টন ব্যবস্থাকে। এই লক্ষ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে গড়ে তোলা হচ্ছে খাদ্যগুদাম। আজ সাত্তুমের শ্রীনগরে নবনির্মিত ৫০০ মেট্রিকটন ক্ষমতা সম্পন্ন খাদ্য গুদামের উদ্বোধন করে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী একথা বলেন। অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী আরও বলেন, গণবন্টন ব্যবস্থায় রাজ্যের জনসাধারণ যাতে সঠিক সময়ে পণ্য সামগ্রী পেতে পারেন সেজন্য কেন্দ্র ও রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে৷ তিনি বলেন, শ্রীনগর এলাকায় ৮টি ন্যায্যমূল্যের দোকান রয়েছে। এই ন্যায্যমূল্যের দোকানের ভোক্তাগণ যাতে সঠিক পরিষেবা পেতে পারেন সেদিকে দপ্তরকে নজর রাখতে হবে। উল্লেখ্য, এই খাদ্য গুদামটি নির্মাণে ব্যয় হয়েছে ৯২ লক্ষ টাকা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিধায়ক মাইলাফ্লু মগ, প্রাক্তন বিধায়ক শংকর রায়, দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সদস্য শংকর ভৌমিক, দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক ধনবাবু রিয়াং, খাদ্য দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সাব্রুম মহকুমার মহকুমা শাসক বিধানচন্দ্র রায়। সভাপতিত্ব করেন পোয়াংবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মণিমালা বৈদ্য।
সাব্রুম সফরে এসে খাদ্যমন্ত্রী আজ দপ্তরের বিলোনীয়া, শান্তিরবাজার এবং সাব্রুম মহকুমার আধিকারিকদের নিয়ে পর্যালোচনা সভায় মিলিত হন। সভায় কৃষকদের কাছ থেকে সহায়কমূল্যে ধান ক্রয়, খাদ্য গুদামজাত করা, বাজারগুলিতে নজরদারি বৃদ্ধি করা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় তিনি মনুবনকুলের কৃষকদের সুবিধার্থে একটি ধানক্রয় কেন্দ্র খোলার উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়াও সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা যাতে মানুষ সহজে পান তারজন্য আধিকারিকদের সচেষ্ট হতে আহ্বান জানান। সভায় উপস্থিত ছিলেন বিধায়ক মাইলাফ্লু মগ, সাব্রুম নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন স্বপ্না পোদ্দার দে, প্রাক্তন বিধায়ক শংকর রায়, জেলাশাসক ও সমাহর্তা ধনবাবু রিয়াং, খাদ্য দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা প্রমুখ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service